জ্বরের ট্যাবলেট এর নাম fever medicine name
জীবনের কোন না কোন ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ জ্বরে আক্রান্ত হয়ে থাকে। একটি
সাধারন শারীরিক সমস্যা। বিভিন্ন কারণে আমাদের জ্বর হতে পারে। জ্বর
হলে প্রত্যেকটা মানুষই এক ধরনের অস্বস্তিকর অবস্থায় পড়ে। জ্বরের কারণে
আমাদের প্রত্যেকেরই সাধারণ কার্যক্রম ব্যাহত হয়। তাই আজকের এই টিউটোরিয়ালে আমি
জ্বরের কিছু কার্যকরী ট্যাবলেটের নাম আপনাদের জন্য নিয়ে এসেছি।
জ্বরের ট্যাবলেটের নাম
এখানে আমি আপনাদের জন্য জ্বরের ট্যাবলেটের নাম গুলো উল্লেখ করেছি।
জ্বরের ট্যাবলেটের নাম জ্বরের বড়ি জ্বর হলে কি ট্যাবলেট খাব
সবগুলো বিষয়ে আমি এখানে তুলে ধরেছি।
Name | Format | Amount | Company |
---|---|---|---|
Ace | Tablet | 500 mg | Square Pharmaceuticals Ltd. |
Fast | Tablet | 500 mg | ACME Laboratories Ltd. |
Feva | Tablet | 500 mg | Ad-din Pharmaceuticals Ltd. |
Napa | Tablet | 500 mg | Beximco Pharmaceuticals Ltd. |
Pyralgin | Tablet | 500 mg | Renata Limited |
Renova | Tablet | 500 mg | Opsonin Pharma Ltd. |
Reset | Tablet | 500 mg | Incepta Pharmaceuticals Ltd. |
Tamen | Tablet | 500 mg | Eskayef Pharmaceuticals Ltd. |
Xcel | Tablet | 500 mg | ACI Limited |
জ্বর আমাদের শরীরে যে কোনো কারণে আসতে পারে, জ্বর কি জন্য হয়েছে ওষুধ খাওয়ার পূর্বে আমাদের সেই বিষয়টা আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি জ্বর হওয়ার প্রকৃত কারণ বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই যাতে ভবিষ্যতে জয় না হয় সে বিষয়টা এড়িয়ে যেতে পারবেন। আমি এখানে জ্বরের কার্যকরী কিছু ওষুধের নাম তুলে ধরেছি, জ্বরের ট্যাবলেটের নাম জ্বরের ট্যাবলেট এর নাম বাংলাদেশ।
আপনার যদি ভাইরাসজনিত বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে যদি জ্বর হয় তাহলে আপনি জ্বরের জন্য এন্টিবায়োটিক খেতে পারেন জ্বরের এন্টিবায়োটিক এর লিস্ট দেখতে নিচের লিংকে প্রবেশ করুন।
জ্বরের এন্টিবায়োটিক ওষুধের নাম