অশ্বগন্ধা পাউডার খেলে কি লম্বা হওয়া যায় - ashwagandha for height increasing
অশ্বগন্ধা পাউডার খেলে কি লম্বা হওয়া যায়
অশ্বগন্ধা পাউডার খেলে কি লম্বা হওয়া যায় এই প্রশ্নের উত্তর যদি এক কথায় বলা হয় তাহলে বলতে হবে 'না'। তবে অশ্বগন্ধা পাউডার এককভাবে লম্বা হওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে না।অশ্বগন্ধা পাউডার খেলে লম্বা হওয়া যায় না কিন্তু লম্বা হওয়ার যে হরমোন শরীরের সেই হরমোনের যদি ইমবেলেন্স থাকে তাহলে শরীরের হরমোনাল তারতম ঠিক করে লম্বা হওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও কার্যকরী ভূমিকা রাখে।
এককভাবে অশ্বগন্ধার পাউডার উচ্চতা বৃদ্ধিতে কোন কার্যকরী ভূমিকা রাখেনা এর সাথে আরো অনেক আনুষঙ্গিক বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।
![]() |
অশ্বগন্ধা পাউডার খেলে কি লম্বা হওয়া যায় |
এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে অশ্বগন্ধা শরীরের কি উপকার করে?
অশ্বগন্ধার নানাবিধ উপকার রয়েছে উপকারগুলো পর্যায়ক্রমে আপনাদের জন্য তুলে ধরা হলোঃ
অশ্বগন্ধা খেলে কি হয়?
- স্ট্রেস এবং উদ্বিগ্নতা থেকে মুক্তি দেয়- অশ্বগন্ধা মূলত মানসিক চাপ থেকে মুক্তির একটি উল্লেখযোগ্য ওষুধ হিসেবে পরিচিত।
- রক্তে শর্করার পরিমাণ কমায় এবং একই সাথে ফ্যাট কমায়।
- যারা বডি বিল্ডার আছেন তাদের ক্ষেত্রে অশ্বগন্ধা মাসেল বৃদ্ধিতে সহায়তা করে।
- এটি মহিলাদের ক্ষেত্রে সেক্সুয়াল ফাংশন ইমপ্রুভ করে।
- এটি পুরুষদের হরমোন লেভেল বাড়িয়ে দেয় এবং একই সাথে মেল ফারটালিটিও বাড়ায়।
- অশ্বগন্ধা স্মৃতিশক্তি এবং ফোকাস ক্ষমতা বাড়ায়।
- শরীরের অন্যান্য হরমোনাল ডিসব্যালেন্স গুলো নিয়ন্ত্রণে নিয়ে আসে।