Bangla status || bangla facebook status || fb status bangla

 Bangla status || bangla facebook status || fb status bangla

Hello friends, how are you all? Hope everybody is well. Today through this article I will give you some important Facebook statuses that you can use on Facebook.

Also if you are using WhatsApp then you can also use these on Whatsapp.

Through this post, you will be able to know the bangla status. Also here is Bangla sad status. If you are looking for sad status Bangla then this post is for you.

Bangla status 1

নির্জনতা একটাই শিক্ষা দেয় এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না!

Bangla status 2

 একটি রাত নির্ঘুম কাঠিয়ে দেখো প্রিয়, বুঝতে পারবা যন্ত্রণা কি।

Bangla status 3

চুপ থাকা মানেই হেরে যাওয়া নয়; হয়তো কাউকে ভালো রাখার চেষ্টা।

Bangla status 4

 মিথ্যে প্রতিশ্রুতি চেয়ে কাউকে
 সরাসরি ফিরিয়ে দেওয়াই তাই ভালো।

Bangla status 5

 প্রতিনিয়ত ইচ্ছার বিরুদ্ধে লড়াই করেও তোমাকে ভুলতে পারিনা।

Bangla status 6

একজন হৃদয়ে ভাঙ্গা মানুষের রাতে একাকিত্বের সঙ্গী নিকোটিন আর চোখের জল ছাড়া অন্য কেউ দেয় না।

Bangla status 7

 যাকে ছাড়া একদিনও থাকার কথা ছিল না আজ তাকে ছাড়াই দীর্ঘ একটি বছর কাটিয়েই দিলাম।

Bangla status 8

নীরবতা শূন্য অবস্থা নয় তা উত্তরে পরিপূর্ণ।

Bangla status 9

 দুঃখ এড়াবার আশা নাই এ জীবনে। 
দুঃখ সহিবার শক্তি যেন পাই মনে।

Bangla status 10 

জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়।

Bangla status 11

যে চলে যেতে চায় চলে যেতে দাও, সত্যি কারের ভালোবাসা কোথাও না ফেলে তোমাকে নিয়ে গভীর আফসোস করবে।

Bangla status 12

ডাস্টবিনটাও হার মেনে যাবে কিছু মানুষের নোংরা মানসিকতার কাছে।

Bangla status 13

 কাউকে ঠকাচ্ছ?
 শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে।

Bangla status 14

তোমার প্রতি আমার ভালোবাসাটাও একদিন সমাপ্ত!
 হবে হয়তো সেদিন আমার নিঃশ্বাস টাই বন্ধ হয়ে যাবে।

Bangla status 15

সে আমাকে বলেছিল, আমি তার যত্নে গড়া প্রিয় মানুষ কিন্তু শেষ পর্যন্ত সে প্রিয় মানুষটাকে ফেলে চলে গিয়েছিল।

Bangla status 16

 আজ বহুদিন হলো সেই প্রিয় মানুষটার কণ্ঠস্বরে কানের কাছে ভেসে আসে না 'ভালোবাসি' শব্দটা।

Bangla status 17

 হারিয়ে যাওয়া প্রিয় মানুষটি কখনোই জানবে না! গভীর রাতে  তার জন্য কারো চোখের পানিতে বালিশ ভিজে।


Through this post, you have come to know about Bangla sad status. Here in this article we have arranged some Facebook status for you. If you want to get various types of Bangla status or Bangla WhatsApp or Facebook status then always follow our site to get Bangla status at any time.

Bangla status


Bangla status

Bangla status for Facebook, Bangla status for WhatsApp, Facebook status Bangla.


Bangla status

 If you need to download you can download it. Bangla status for Facebook, Bangla status for WhatsApp, Facebook status Bangla.

Bangla status

Bangla status for Facebook, Bangla status for WhatsApp, Facebook status Bangla.


"মানুষ শুধু আগুনের জন্যই জ্বলেনা, কিছু মানুষ তো অন্যের ভালো কিছু হলেও জ্বলে।"

"ভুলের পর অনেকেই ক্ষমা চায় কিন্তু এমন অনেক কম মানুষ আছে যারা সেই ভুলকে শোধরানোর চেষ্টা করে।"

"কথা বলা শিখতে একটা মানুষের প্রায় তিন বছর লাগে, কিন্তু কার সামনে কীভাবে কথা বলতে হয় তা অনেকে সারাজীবনেও শিখে না।"


"যেকোন জিনিসকে পুরোপুরি গ্রহণ করুন, তাহলেই আপনি পূর্ণ শিক্ষা নিতে পারবেন।"

"নারীর মন অনেকটাই আয়নার মতন | তার সামনে যে আসে তারই প্রতিফলন ঘটে, সেই আয়নাতে সে ভুলে যায় তার অবস্থান কোথায়।"

"তোমার স্ত্রীর রুচি বোধকে অবমূল্যায়ন করো না কারণ সে তোমাকে প্রথম পছন্দ করেছে।"

"যখন তুমি নিজেকে সামলাতে শিখবে, তখনই তুমি সত্যিকারের একজন মানুষ হবে।"

"খাদ্যের অভাবে কেউ মরবেনা, কিন্তু আনন্দের অভাবে মানুষের মৃত্যু নির্ঘাত।"

"জীবন অঙ্কের মতো | আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুন করো, আর দুঃখকে ভাগ করো। সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো।"

"যার নিজের ঘর কাঁচের,তার অন্যের ঘরে ঢিল ছোঁড়া উচিৎ নয়।"


  • alone fb status bangla
  • fb status bangla about life
  • facebook status bangla 2022
  • fb status about life
  • fb status bangla attitude
  • fb status bangla romantic
আমার কাছে সময় নেই তাদের ঘৃনা করার, যারা আমাকে ঘৃনা করে| কারণ আমি ব্যস্ত তাদের সাথে, যারা আমাকে ভালোবাসে।

গাছের ডালে বসে থাকা পাখি কখনো ডালটা ভেঙ্গে যাবে বলে ভয় পায়না, কারণ তার বিশ্বাস সেই ডালের উপর নয় বরং নিজের উপর থাকে।

মানুষ তোমার প্রশংসা করলে খুশি হয়োনা, এমনকি নিন্দা করলেও দুঃখ পেয়োনা| লোকের কথায় কিন্তু কিছুই পরিবর্তন হয়না।
  • bangla status about life
  • bangla status caption
  • bangla status attitude
  • bangla fb status
  • reality bangla status
  • status bangla short
  • bangla status islamic
  • nirobota bangla status
 Hope this post will help you to get Bangla status I will update this post continuously so keep eye on this post all the time to get new Bangla status.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url