শাকিব খানের নতুন ছবির / সিনেমার নাম shakib khan shera movie

শাকিব খানের ছবির নাম: হ্যালো ডিয়ার ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে কথা বলবো শাকিব খানের নতুন সিনেমা নিয়ে। বাংলা সিনেমা জগতের শাকিব খান এক পরিচিত নাম। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে কিং খান হিসেবে ডাকা হয়। গ্রাম বাংলার অনেক লোক আছে যারা শাকিব খানের ভীষণ ভক্ত। শাকিব ওরফে বাংলার কিং খান ভক্তদের জন্য বেশ কয়েকটি জনপ্রিয় মুভি নিয়ে আসছে। চলুন একে একে শাকিব খানের সেরা ছবি গুলো জেনে নেওয়া যাক।


বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে শাকিব খানের জনপ্রিয়তা সর্বোচ্চ। বর্তমানে বাংলাদেশ যে কয়জন নায়ক আছেন তার  ভিতর শাকিব খান অন্যতম। তিনি একাধারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার সাথে যুক্ত। প্রায় টানা দুই দশক ধরে শাকিব খান একাধারে বাংলা সিনেমা জগতে দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন। টালিউড সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেতার পুরস্কারও তিনি অনেকবার পেয়েছেন। মিডিয়া জগতে কিং খান নামে পরিচিত হলেও তাকে বলা হয় 'কিং অফ টলিউড' এবং তার 'নাম্বার ওয়ান শাকিব খান' ছবিটি বেশ জনপ্রিয়তা সাথে তাকে আরো দর্শকপ্রিয় করে তুলেছে। মিডিয়া ব্যক্তিত্বরা তাকে টালিউডের ভাইজান বলে ডাকে এবং তিনি সমানভাবে এবার এবং ওপার বাংলার সবার কাছে সমাদৃত। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া যে কয়জন অভিনেতা আছেন তার মধ্যে শাকিব খান অন্যতম একজন।


শাকিব খানের প্রথম অর্থাৎ অভিষেক সিনেমা 

শাকিব খানের অভিষেক ঘটে 1999 সালে 'অনন্ত ভালোবাসা' ছবির মাধ্যমে। ছবিটির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান এবং ছবিটিতে তিনি বেশ সাফল্যের সাথে অভিনয় করেন এবং বেশ জনপ্রিয়তা অর্জন করেন। অনন্ত ভালোবাসা ছবিটি ছিল তার বড় পর্দায় অভিনীত প্রথম ছবি। তবে এর আগে তিনি 'সবাই তো সুখী হতে চায়' ছবিতে প্রথম অভিনয় করেছিলেন।

ঢালিউড সুপারস্টার কিং খানের বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি রয়েছে। এবং তিনি বাংলাদেশের অনেকগুলো চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।


শাকিব খানের সেরা ছবি/ সিনেমা/ মুভি

কর্মজীবনের শাকিব খান বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো:
"সুভা" রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা ছোটগল্প অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত 2005 সালে বাংলাদেশের ছবিটি নির্মিত হয়। ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী পূর্ণিমা এবং এই ছবিতে শাকিব খান অসাধারণ অভিনয় করে অত্যন্ত প্রশংসা অর্জন করেছিলেন।  সিনেমাটি 2006 সালে মুক্তি পায়।

2007 সালে লাভ স্টোরি ছবি 'আমার প্রাণের স্বামী ' মুক্তি পায়। ছবিটিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন শাকিব খান এবং নায়িকা হিসেবে অভিনয় করেছে শাবনূর এবং নিপুণ আক্তার। ছবিটি ব্যবসাসফল ছবি হয় এবং শাকিব খানের ক্যারিয়ারের একটি নতুন মাত্রা যোগ করে।

শাকিব খানের আরো বেশ কয়েকটি জনপ্রিয় ছবিগুলো হলো: 
  • প্রিয়া আমার প্রিয়া (২০০৮)
  • বলবো কথা বাসর ঘরে (২০০৯)
  • আদরের জামাই (২০১১)
  • ডন নাম্বার ওয়ান (২০১২)
  • পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩)
  • শিকারি (২০১৬)
  • নবাব (২০১৭)
  •  রাজনীতি (২০১৭)  
  • সত্তা (২০১৭)

বাংলাদেশী সিনেমা জগতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা 

বাংলাদেশে শাকিব খান সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সিনেমা অভিনেতা। তিনি বেশ আগে থেকেই বাংলা সিনেমা জগতের সাথে জড়িত। বাংলা সিনেমা জগতে একমাত্র ঢালিউড কিং বলা হয় তাকে। শাকিব খান বাংলা সিনেমা করতে গেলে মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। তিনি এতটাই জনপ্রিয় যে বাংলাদেশের সিনেমা জগতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে খ্যাত হয়েছেন। শাকিব খানের বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা আছে তার মধ্যে অন্যতম একটি হলো পাসওয়ার্ড যেটি 2019 সালে মুক্তি পায়। এবং 2020 সালে তাঁর আরও একটি জনপ্রিয় মুভি বীর মুক্তি পায়।

2022 শাকিব খানের নতুন সিনেমা "গলুই" 

 

শাকিব খানের সম্প্রতি জনপ্রিয় সিনেমা গুলি

  • পাসওয়ার্ড (২০১৯)
  • বীর (২০২০)
  • গলুই(২০২২) 


সংগীতশিল্পী হিসেবে শাকিব খান

2021 সালে মনের জ্বালা ছবি শাকিব খান প্রথমবারের মতো প্লেব্যাক সিঙ্গার হিসেবে কণ্ঠ দেন।

প্রযোজক হিসেবে শাকিব খান

2014 সালে শাকিব খান হিরো দ্য সুপারস্টার চলচ্চিত্র প্রযোজনায় মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এর পরে তিনি পাসওয়ার্ড, বীর এবং 2019 সালে একসঙ্গে চারটি সিনেমার প্রযোজনার কাজ করেন।

শাকিব খানের ব্যবসা সফল ছবি 

  • আমার স্বপ্ন তুমি (২০০৫)
  • কোটি টাকার কাবিন (২০০৬)
  • চাচ্চু (২০০৬)
  • প্রিয়া আমার প্রিয়া (২০০৮)
  • মনে প্রাণে আছো তুমি (২০০৮)
  • ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০)
  • খোদার পরে মা (২০১২)
  • হিরো দ্য সুপারস্টার (২০১৪)
  • শিকারী (২০১৬)
  • নবাব (২০১৭)

শাকিব খানের স্ত্রী কে

শাকিব খানের স্ত্রীর নাম অপু বিশ্বাস। প্রথম পর্যায়ে তাদের বিবাহ বিষয়টি গোপন ছিল। তাদের বিবাহের স্থায়িত্বকাল 2008 থেকে 2018। সব শাকিব এবং অপু দম্পতির ঘরে একটা পুত্র সন্তান আছে যার নাম আব্রাম খান জয়।

শাকিব খানের চলচ্চিত্র পুরস্কার অর্জন

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির শাকিব খান নতুন তো ব্যবসা সফল একজন অভিনেতা। তিনি বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন যেমন:
  • চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার
  • আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার
  • তিনটি বাচসাস পুরস্কার
  • চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার

শাকিব খান যে সকল সিনেমাতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন।

  • ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
  • খোদার পরে মা
  • আরো ভালোবাসবো তোমায়
  • সত্তা

Next Post Previous Post