প্রধান শিক্ষকের নিকট ছুটির আবেদন পত্র

অসুস্থতার কারনে ইনকোর্স পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন পত্র, অনুপস্থিতির জন্য ছুটির আবেদন, কলেজে পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন পত্র

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

অসুস্থতার জন্য বিদ্যালয়ে উপস্থিত হতে না পেরে ছুটি চেয়ে তােমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে একখানা দরখাত লেখ।


তারিখ :
মাননীয়া,
প্রধান শিক্ষিকা
আজিমপুর গার্লস হাই স্কুল
ঢাকা।

বিষয় : তিন দিনের ছুটি মঞ্জুরের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, হঠাৎ করে সর্দি-জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১৩ আগস্ট হতে ১৫ আগস্ট তারিখ পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। অতএব, আপনার নিকট বিনীত প্রার্থনা, অনুগ্রহ করে আমাকে উক্ত তিনদিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত ছাত্রী
আইরিন জাহান
৭ম শ্রেণী,
শাখা – ক
ক্রমিক নং - ০৭



তৃতীয় ঘণ্টার পর বাড়ি যাওয়ার অনুমতি চেয়ে তােমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একখানা দরখাত লেখ।


তারিখ : 
বরাবর, 
প্রধান শিক্ষক 
পাবনা জিলা স্কুল, 
পাবনা।

বিষয় : তৃতীয় ঘণ্টার পর বাড়ি যাওয়ার অনুমতি প্রার্থনা।

জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আজ প্রথম ক্লাস করার পর হতেই আমি অসুস্থবােধ করছি। অসহ্য। মাথাব্যথার দরুন পরবর্তী ক্লাসগুলোতে যােগদান করা আমার পক্ষে তাই অসম্ভব হয়ে পড়েছে। অতএব, মহােদয়ের নিকট বিনীত প্রার্থনা, আমাকে তৃতীয় ঘণ্টার পরের ক্লাসগুলাের ছুটি মঞ্জুর করে বাড়ি যাওয়ার অনুমতি প্রদান করতে আপনার মর্জি হয়।

বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
কবীর 
৭ম শ্রেণী 
রােল নং - ০৪


বিদ্যালয়ে অনুপথিতির জন্য প্রধান শিক্ষকের নিকট ছুটির আবেদন পত্র লেখ।

তারিখঃ 
বরাবর
 প্রধান শিক্ষক, 
সরকারী ল্যাবরেটরী স্কুল 
খুলনা।

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরের আবেদন। 

জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী ‘ক’ শাখার একজন নিয়মিত ছাত্রী। গত ১৫ জানুয়ারী হতে ১৯ জানুয়ারী ২০০৪ তারিখ পর্যন্ত চারদিন অসুস্থতার জন্য আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারি নি।

অতএব, বিনীত নিবেদন এই যে, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত দিনগুলাের ছুটি মঞ্জুর করতে মর্জি হােন। 

বিনীত নিবেদিকা, 
আপনার একান্ত অনুগত ছাত্রী, 
তন্দ্রা 
৬ষ্ঠ শ্রেণী, 
ক শাখা 
ক্রমিক নং – ১


বােনের বিয়ে উপলক্ষে তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষিকার নিকট দরখাস্ত লেখ। 


তারিখ:
বরাবর 
নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ,
নড়াইল।

বিষয়: বােনর বিয়ে উপলক্ষে তিন দিনের ছুটির আবেদন।

জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আগামী ২০ এপ্রিল শুক্রবার ২০০৪ তারিখে আমার বড় বােনের শুভ বিয়ের তারিখ ধার্য হয়েছে। এ উপলক্ষে আগামী ১৯/৪/২০০৪ তারিখ থেকে ২১/৪/২০০৪ তারিখ পর্যন্ত আমার পক্ষে বিদ্যালয়ে উপস্থিত থাকা সম্ভবপর হবে না।

অতএব, মহােদয় সমীপে বিনীত প্রার্থনা, আমাকে উক্ত তিন দিনের ছুটি দানে মর্জি হােন।


বিনীত নিবেদিকা, 
আপনার একান্ত অনুগত ছাত্রী ,
সীমা, 
৬ষ্ঠ শ্রেণী ‘খ’ শাখা, 
ক্রমিক সংখ্যা – ০১।


বােনের বিয়েতে দুটি প্রার্থনা করে আবেদন।

তারিখঃ 
মাননীয় প্রধান শিক্ষক, 
কলেজিয়েট হাইস্কুল, 
ঢাকা। 

বিষয়: সাত দিনের ছুটির জন্য আবেদন। 

জনাব, 
সবিনয় নিবেদন এই যে, আসছে ১২ই ডিসেম্বর তারিখে আমার বড় বােনের বিবাহের দিন ধার্য করা হয়েছে।বিবাহ অনুষ্ঠানের নানাবিধ কাজে সহযােগিতা করার জন্য আমাকে আমার আব্বার পাশে থাকা আবশ্যক। 

অতএব প্রার্থনা এই যে, এ ব্যাপারে আমাকে ১০ই ডিসেম্বর হতে ১৬ই ডিসেম্বর পর্যন্ত সাত দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। 

নিবেদক 
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
মফিদুল ইসলাম 
৮ম শ্রেণী , 
রােল নং-৬


প্রিয় শিক্ষার্থীরা, লেখাটির তোমাদের ভালো লাগলে, তোমরা, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ।তাদেরকেও বিষয়টি জানার সুযোগ করে দিবে।

Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown January 15, 2022 at 6:45 PM

    Khub valo laglo...nice writing. Thanks

  • Unknown
    Unknown January 15, 2022 at 6:45 PM

    Nice post. Need more....

Add Comment
comment url