'সাত-পাকে-বাঁধা' ফুল মুভি । 'Saat-Paka-Bandha' Full HD Movie । ViralNewsBD

 'সাত-পাকে-বাঁধা' ফুল মুভি । 'Saat-Paka-Bandha' Full HD Movie । ViralNewsBD

 

saat pake bandha movie download

 

'সাত-পাকে-বাঁধা' ভারতীয় বাংলা সিনেমা জগতের একটি জনপ্রিয় সিনেমা। এই মুভিটি ইউটিউব অথবা ইন্টারনেটের কোথাও দেখা যায় না। এই মুভিটি 2009 সালে মুক্তি পায়। মুভিটিতে অভিনয় করেছে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় দুই জুটি জিৎ এবং কোয়েল মল্লিক।'.Saat.-Pake.-Bandha.' Full Movie .Download. korer niyom.

 

অনেকেই এই সিনেমাটি খুব পছন্দ করেছিল তখন। যেহেতু বর্তমানে ছবিটি অনলাইনে পাওয়া যাচ্ছে না। তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ছবিটি অনলাইনে দেখতে পারেন। এবং চাইলে আপনি সেটি সেভ করতে পারবেন আপনার মোবাইলে অথবা কম্পিউটারে।

'সাত-পাকে-বাঁধা' সিনেমাটিতে অভিনয় করেছে

  •  জিৎ
  •  কোয়েল মল্লিক
  •  রঞ্জিত মল্লিক
  •  শুভাশিস মুখার্জী
  •  লাবনী সরকার
  •  সুপ্রিয় দত্ত
  •  লকেট চ্যাটার্জি

 আরো অনেকে

 ছবিটির পরিচালক : Sujit Mondal এবং ছবিটির আইএমডিবি রেটিং : 6.1/10

'Saat-Paka-Bada' Full HD Movie । ViralNewsBD

ছবিটিতে কোয়েল মল্লিক দুর্দান্ত অভিনয় করেছেন। ছবিটিতে দেখা যায় কোয়েল মল্লিক নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে। অপরদিকে জিৎ বড়লোক বাবার একমাত্র সন্তান। 

 

রাহুল (জিত), একজন ধনী ঘরের ছেলে ওর বাবা একজন শিল্পপতি।  বিদেশের মাটিতে তার শিক্ষাজীবন শেষ করে দেশে তার বাবার কাছে ফিরে আসে। 

 

 বাবা তাকে বিয়ে করানোর চেষ্টা করেন এবং একটি শর্তের মাধ্যমে তাদের বিয়েও হয়।


অপরদিকে কোয়েল মল্লিক অভিনয় করে পল্লবী নাম নিয়ে। কোয়েল মল্লিকের পরিবার খুব অর্থ সংকটে পড়ে যায় এ কারণে সে এই শর্তে রাজি হয়ে বিয়েটা করে।


বিয়ে করার শর্তটা ছিল তারা শুধুমাত্র স্বামী-স্ত্রী হিসেবে থাকবে এবং এক বছর পর তাদের ডিভোর্স হয়ে যাবে।

 

 এভাবেই ছবির কেহ নিয়ে কথা থাকে এবং পরবর্তীতে একটি হ্যাপি এন্ডিং হয়।

.সাত-পাকে -বাঁধা. মুভি দেখার নিয়ম 

 সাত-পাকে- বাঁধা মুভিটি দেখতে হলে আপনাকে নিজের কঁপি  .লিংক. বাটনে ক্লিক করতে হবে।

কপি .লিংক. বাটনে ক্লিক করলে ছবিটি আপনার ছবিটির .লিংক. আপনার ক্লিপবোর্ডে সেভ হয়ে যাবে। এবার  আপনার পছন্দের একটি ব্রাউজার যেমন গুগল ক্রোম অথবা ইউসি মিনি যেটা আপনি পছন্দ করেন সেটি ওপেন করুন।

 

 ব্রাউজারের এড্রেসবারে গিয়ে কিছুক্ষণ চেপে ধরুন যদি আপনি মোবাইলটি ব্যবহার করে থাকেন দেখবেন উপরে পেস্ট নামক একটা অপশন আসছে এর উপর ক্লিক করুন। ছবিটির .লিংক.টি পেস্ট হয়ে গেলে ইন্টার বাটনে ক্লিক করলে আপনি ছবিটি অনলাইনে দেখতে অথবা ডাউনলোড করতে পারবেন।

 

 

অথবা আপনি নিচের ছবিতে দেখানো নিয়ম অনুযায়ী ছবিটি দেখতে পারেন। নিচের কপি .লিংক. বাটনে ক্লিক করুন এবং ছবিটি উপভোগ করুন।

Download System


 

 Our Disclaimer

আশা করছি আপনি এই সিনেমাটি দেখার নিয়ম টা জানতে পেরেছেন। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই সঠিক করে দেওয়া হবে। ধন্যবাদ।
$ads={1}

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url