Ishq E Nabi Jindabad Lyrics। ইশকে নাবী জিন্দাবাদ লিরিক্স। Kalarab । Holy Tune । New Gojol Lyrics
Ishq E Nabi Jindabad Lyrics। ইশকে নাবী জিন্দাবাদ লিরিক্স।
সম্প্রতি ‘ইশকে নাবী জিন্দাবাদ’ গজলটি ইউটিউব এবং অনলাইনে বেশ
জনপ্রিয়তা অর্জন করেছে।
ইসলামী সংগীত প্রকাশের বিশেষ চ্যানেল হলি টিউন এই সঙ্গীতটি এই গজলটি
প্রকাশ করেছে।
‘ইশকে নাবী জিন্দাবাদ’ গজলটির নেপথ্যে যারা কাজ করেছেন।
Song: Ishq E Nabi Jindabad
Singer: Sayed Ahmad, Muhammad Badruzzaman & Ahmod Abdullah
Lyric: Saif Siraj
Tune: Ahmod Abdullah
Record Label: Holy Tune Studio
Sound Design: Tanjim Reza
Video Director: H Al Haadi
Asst: Director: Abu Bakar Siddik
ইশকে নাবী জিন্দাবাদ সংগীতে কণ্ঠ দিয়েছেন
কলরবের সিনিয়র শিল্পী
সাঈদ আহমাদ, মুহাম্মদ বদরুজ্জামান ও আহমদ আবদুল্লাহ।
সংগীতটি লিখেছেন
জনপ্রিয় গীতিকার লেখক সাইফ সিরাজ।সুর করেছেন
নান্দনিক গীতিকার ও সুরকার
আহমদ আবদুল্লাহ।
ভিডিও মেকিং করেছেন
এইচ আল হাদী ।
সংগীতটির সাউন্ড ডিজাইন করেছেন
তানজিম রেজা।
Ishq E Nabi Jindabad Lyrics by Kalarab। ইশকে নাবী জিন্দাবাদ লিরিক্স
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ।(২)
আমার মনের ভুবন জুড়ে, উঠল যখন চাঁদ
তারার মিছিল কোরাস ধরে বললো মুহাম্মদ,
আমার মনের ভুবন জুড়ে, উঠল যখন চাঁদ
তারার মিছিল কোরাস ধরে বললো মুহাম্মদ।
ঝিঝির দোলেও দরুদ সুরে
নামলো খুশি রাত দুপুরে,
ঝিঝির দোলেও দরুদ সুরে
নামলো খুশি রাত দুপুরে।
সেই খুশিতে জাগলো ধরা
চললো ক্ষমার পরম পরা,
মনের আকাশ আরলো মনে
দূর মাদিনার চাঁদ।
ইশকে নাবী, ইশকে নাবী, ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী, ইশকে নাবী, ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ।
রক্ত কনায় দফায় দফায়
উঠে শিহরণ,
মুহাম্মদের নামের সুরে
গায় পাখি যখন।
আকুল সুরে শিল্পী কবী
গাইলে প্রেমের নাতে নাবী,
আকুল সুরে শিল্পী কবী
গাইলে প্রেমের নাতে নাবী।
মন হয়ে যায় পাগল পারা
নামায় দু-চোখ আস্রু ধারা,
দীল পরিবেশ দরুদ সুরে
চায় দিদারের সাধ।
ইশকে নাবী, ইশকে নাবী, ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী, ইশকে নাবী, ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ।
ভোরের বাতাস বইলে বলি
সালাম নিয়ে যাও,
ফিরতি পাখির কাছে বলি
রওজার সুবাস দাও।
আমার বুকা আবদার তাই
আকাশ থেকে সান্তনা পাই,
আমার বুকা আবদার তাই
আকাশ থেকে সান্তনা পাই।
মায়ার নাবীর হাত হতে কাল
আবেহায়াত পাবে কপাল
হৃদয়ে করাস ওঠে ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী, ইশকে নাবী, ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী, ইশকে নাবী, ইশকে নাবী জিন্দাবাদ।(২)
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ।
আরো দেখুন: রবকে ভালবাসি বাংলা নতুন গজল ২০২২
Ishq E Nabi Jindabad Mp3 Download
আমি আপনাকে অনুরোধ করবো আপনি কলরবের ইশকে নবী জিন্দাবাদ এই গজলটি তাদের
নিজস্ব ইউটিউব চ্যানেলে গিয়ে শুনবেন। তারপরও আমি আপনাকে এখানে গজলটি শেখার জন্য
mp3 ফাইলটি ডাউনলোড করার অপশনটি দিয়েছি।
ইশকে নাবী জিন্দাবাদ mp3 Download
মিজানুর রহমান আজহারী হুজুরের ওয়াজ ডাউনলোড করুন