Xiaomi Redmi Note 11 Pro (5G) Price & Details Specifications
Xiaomi Redmi Note 11 Pro Price & Details Specifications bangla। শাওমি রেডমি নোট ইলেভেন প্রো এর ডিটেলস স্পেসিফিকেশন এবং এর প্রাইস।
Xiaomi Redmi Note 11 Pro ফোনটিতে নেটওয়ার্ক টেকনোলজি হিসেবে GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G ব্যবহার করা হয়েছে।
ফোনটি বাংলাদেশের রিলিজ হয়েছে 2021, November তারিখে। রিলিজ হওয়ার পর থেকে ফোনটি বাংলাদেশ হাইপ তৈরি করেছে। ফোনটির ফিচার এবং এর লুকিং সবার মন কেড়ে নিয়েছে।

ফোনটির বিল্ট মেটিরিয়াল হিসেবে সামনে Gorilla Glass 5 এবং পিছনেও গ্লাস ব্যবহার করা হয়েছে। এবং অন্যান্য ফোনের মত এই ফোনটিতে আপনি ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন।
ফোনটিতে ডিসপ্লের ধরন হিসেবে AMOLED ব্যবহার করা হয়েছে। এবং ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে 6.67 inches স্ক্রিন রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1080 X 2400 pixels এবং স্কিন রেশিও ব্যবহার করা হয়েছে 20:9
এই ফোনটিতে স্ক্রীন প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে Corning Gorilla Glass 5
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 11 একই সাথে রয়েছে শাওমির নিজস্ব MIUI 12.5 টেকনোলজি এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 920 5G (6 nm) চিপসেট।
Xiaomi Redmi Note 11 Pro ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Octa-core
এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট GPU দেওয়া হয়েছে Mali-G68 MC4
Xiaomi Redmi Note 11 Pro ফোনটির তিনটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে:
ফোনটিতে এক্সট্রা কোন মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে না।

Xiaomi Redmi Note 11 Pro ফোনটিতে নেটওয়ার্ক টেকনোলজি হিসেবে GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G ব্যবহার করা হয়েছে।
ফোনটি বাংলাদেশের রিলিজ হয়েছে 2021, November তারিখে। রিলিজ হওয়ার পর থেকে ফোনটি বাংলাদেশ হাইপ তৈরি করেছে। ফোনটির ফিচার এবং এর লুকিং সবার মন কেড়ে নিয়েছে।
- ফোনটির উচ্চতা: 163.7 মিলিমিটার।
- ফোনটি চওড়া: 76.2 মিলিমিটার।
- ফোনটির পুরুত্ব: 8.3 মিলিমিটার।
- Xiaomi Redmi Note 11 Pro ফোনটির ওজন 207 গ্রাম।
ফোনটির বিল্ট মেটিরিয়াল হিসেবে সামনে Gorilla Glass 5 এবং পিছনেও গ্লাস ব্যবহার করা হয়েছে। এবং অন্যান্য ফোনের মত এই ফোনটিতে আপনি ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন।
ফোনটিতে ডিসপ্লের ধরন হিসেবে AMOLED ব্যবহার করা হয়েছে। এবং ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে 6.67 inches স্ক্রিন রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1080 X 2400 pixels এবং স্কিন রেশিও ব্যবহার করা হয়েছে 20:9
এই ফোনটিতে স্ক্রীন প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে Corning Gorilla Glass 5
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 11 একই সাথে রয়েছে শাওমির নিজস্ব MIUI 12.5 টেকনোলজি এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 920 5G (6 nm) চিপসেট।
Xiaomi Redmi Note 11 Pro ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Octa-core
2x2.5 GHz Cortex-A786x2.0 GHz Cortex-A55
এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট GPU দেওয়া হয়েছে Mali-G68 MC4
- Internal Storage: 128GB এবং RAM: 6GB
- Internal Storage: 128GB এবং RAM: 8GB
- Internal Storage: 256GB এবং RAM: 8GB
ফোনটিতে এক্সট্রা কোন মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে না।
Xiaomi Redmi Note 11 Pro ফোনটিতে ক্যামেরা ব্যবহার করা হয়েছে তিনটি।
- মেইন ক্যামেরা হিসেবে ওয়াইড অ্যাঙ্গেল এর জন্য ব্যবহার করা হয়েছে f/1.9, 26mm ফিচার সমৃদ্ধ 108 মেগাপিক্সেলের ক্যামেরা।
- Ultrawide এঙ্গেল এর জন্য ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
- Telephoto microscopic এর জন্য ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা।
ক্যামেরার ফিচার হিসেবে দেওয়া হয়েছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানোরামা।
ক্যামেরা দিয়ে আপনি 4k রেজুলেশনের ভিডিও ধারণ করতে পারবেন।
সেলফি ক্যামেরা হিসেবে সিঙ্গেল 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যেটির সাহায্যে আপনি 1080 পিক্সেল এর ছবি এবং ভিডিও ধারণ করতে পারবেন।
Read More : 15000 টাকায় গেম খেলার জন্য সেরা ফোন
কানেক্টিভিটি হিসেবে এই ফোনটিতে রয়েছে
- WLAN,
- ব্লুটুথ-5.2, A2DP, LE,
- GPS,
- NFC,
- Infrared port, এবং
- USB Type-C 2.0,
- USB On-The-Go অর্থাৎ ওটিজি।
এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে পাশে। লক বাটন এর সাথে।
সেন্সর হিসেবে আরও রয়েছে
- accelerometer,
- gyro,
- proximity এবং
- compass
Xiaomi Redmi Note 11 Pro ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে Li-Po 5160 mAh, non-removable ব্যাটারি।
ফোনটির এই বিগ ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ফোনটিতে রয়েছে Fast charging 67 watt ক্যাপাসিটি।
এই ফোনটি অনেকগুলো কালারের এভেলেবেল আছে কালার গুলো হল
- Mysterious Black
- Forest Green
- Timeless Purple
- Milky Way Blue
ফোনটির দাম: 6GB+128GB- 30,000 Taka (expected)
Read More : ১০ হাজার টাকার মধ্যে সেরা ফোন-২০২২
আশা করছি এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে আপনি ভালোমতো জানতে পেরেছেন, এরকম আরো নিত্যনতুন ফোন সম্পর্কে তথ্য পাওয়ার জন্য নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করবেন। ধন্যবাদ।