টেলিটক সিমের অফার দেখার নিয়ম 2023
|
টেলিটক সিমের অফার দেখার নিয়ম 2023 |
বন্ধুরা, টেলিটক বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সিম কোম্পানি। এই কোম্পানি স্বল্পদামে গ্রাহক সেবা দিয়ে থাকে। গ্রাহকসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে টেলিটক স্বল্প দামে আকর্ষণীয় প্যাকেজ চালু করেছে।
গ্রাহকদের জন্য টেলিটক সুলভ মূল্যে ইন্টারনেট অফার, এসএমএস অফার এবং টকটাইম অফার দিয়েছে। আপনি এই পোস্টটি পড়ছেন এর অর্থ এই যে আপনি টেলিটকের আকর্ষণীয় অফার উপভোগ করতে চান।
আজকের এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ুন তাহলে আপনি অবশ্যই টেলিটকের আকর্ষণীয় অফার গুলো জানতে পারবেন। টেলিটক সিমের অফার দেখার সমস্ত নিয়ম এই পোস্টে উল্লেখ করা আছে।
পোস্টটি সম্পূর্ণ পড়ুন এবং আপনার যে অফারটি প্রয়োজন তার ইউএসএসডি (USSD) কোড এবং কিভাবে আপনিও আকর্ষণীয় অফারটি পেতে পারেন তার বিস্তারিত বিবরণ এখানে তুলে ধরা হয়েছে।
টেলিটক সিম সুলভ মূল্যে ইন্টারনেট, এসএমএস এবং টকটাইম অফার দেওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি নিয়োগের টাকা জমা দেয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়।
বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল এর সাথে পাল্লা দিয়ে রাষ্ট্রায়ত্ত সিম কোম্পানি তাদের গ্রাহকদের সুলভ মূল্যে বিভিন্ন ধরনের ইউটিলিটি সার্ভিস দিয়ে যাচ্ছে।
টেলিটক সিম বর্তমানে গ্রামগঞ্জ এবং শহরে থ্রিজি ইন্টারনেট সার্ভিস প্রদান করার পাশাপাশি স্ট্রং 4G নেটওয়ার্ক ইন্টারনেট সার্ভিসও দিয়ে যাচ্ছে।
তাই এই পোষ্টের মধ্যে আপনি Teletalk 4G সিমের সকল অফার এবং চালু করার কোড পেয়ে যাবেন।
চলুন কথা না বলে একে একে টেলিটক সিমের 3G, 4G সকল অফার সম্পর্কে জেনে নিই এবং সেগুলো চালু করার কোড জেনে নেই।
টেলিটক এসএমএস প্যাক-2023 (Updated)
টেলিটক সিম কোম্পানি খুব অল্প দামে এসএমএস প্যাক। আপনার যদি এসএমএস প্যাক প্রয়োজন হয় তাহলে খুব অল্প খরচেই এসএমএস প্যাক গুলো আপনি কিনতে পারবেন। টেলিটক সিমের এসএমএস প্যাক কেনার কোডঃ-১০ টাকায় ৫ দিন মেয়াদের ১০০ এসএমএস প্যাক কিনতে ডায়াল করুন * ১১১*১০#
৫ টাকায় ৩ দিন মেয়াদের ২০০ এসএমএস প্যাক কিনতে ডায়াল করুন * ১১১*৫#
Teletalk ১০০ এসএমএস প্যাক-২০২২
টেলিটক সিম ব্যবহারকারীগণ ১০ টাকার বিনিময় ১০০ এসএমএস কিনতে পারবেন এবং এটির মেয়াদ থাকবে ৫ দিন।নিয়মাবলীঃ
কেনার জন্য ডায়াল করুন * 111 * 10 #
অফারটির মূল্য 10 টাকা।
FnF নম্বরগুলোতে ব্যবহার করা যাবে না।
যত খুশি ততবার কেনা যাবে।
মেয়াদ থাকবে 5 দিন।
ভ্যাট এবং আনুষঙ্গিক অন্যান্য ব্যয় প্রযোজ্য।
Teletalk ২০০ এসএমএস প্যাক-২০২৩
আপনি যদি টেলিটক সিমে ২০০ এসএমএস কিনতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে *১১১ * ৫ # এবং এই প্যাকটির মেয়াদ থাকবে ৩ দিন মূল্য ৫ টাকা।নিয়মাবলীঃ
অফারটি কেনার জন্য ডায়াল করুন *111*5#
মেয়াদ থাকবে ৩ দিন।
আপনি একাধিকবার কিনতে পারবেন।
এফএনএফ নাম্বারগুলোতেও প্রযোজ্য হবে না।
ভ্যাট এবং আনুষঙ্গিক চার্জ প্রযোজ্য।
টেলিটক সিমের ইন্টারনেট অফার-২০২৩ (Latest)
অনলাইন গেম খেলা এবং নিজেকে আপডেট রাখার জন্য ইন্টারনেট অতি প্রয়োজন। আপনার
স্মার্ট ফোন আছে অথচ ইন্টারনেট ব্যবহার করেন না এটা কল্পনাও করা যায় না।
মোবাইলে ইন্টারনেটের ডাটা না থাকলে নিজেকে অসহায় মনে হয়।
প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ এবং নানাবিধ প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা গুগল,
ইউটিউব ফেসবুক সহ নানান সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকি। যাদের ওয়াইফাই নেই
তাদের জন্য মোবাইল ইন্টারনেটই ভরসা।
কিন্তু মোবাইল ইন্টারনেটের দাম যদি নাগালের বাইরে থাকে এবং যদি তার মেয়াদ থাকে
সীমিত তাহলে এটা সত্যিই কষ্টদায়ক। ব্যবহারকারীর কথা চিন্তা করে টেলিটক তাদের
ডাটা প্যাক প্লান তৈরি করেছে।
টেলিটক সিম আপনার জন্য নিয়ে এলো অল্প দামে আকর্ষণীয় ইন্টারনেট ডাটা প্যাক।
এখন আমরা জানবো ২০২২ সালের লেটেস্ট টেলিটক সিমের ইন্টারনেট ডাটা প্যাক
সম্পর্কে।
নিচে ইন্টারনেট প্যাক টেবিল আকারে তুলে ধরা হলোঃ
ইন্টারনেট অফার | মূল্য | ডায়াল কোড | মেয়াদ |
---|---|---|---|
1GB | 27 Tk | *111*27# | 7 Days |
1GB | 49 Tk | *111*49# | 30 Days |
2GB | 93 Tk | *111*93# | 30 Days |
3GB | 44 Tk | *111*44# | 5 Days |
3GB | 66 Tk | *111*66# | 10 Days |
10GB | 97 Tk | *111*97# | 10 Days |
25 GB | 198 Tk | *111*198# | 10 Days |
30 GB | 344 Tk | *111*344# | 30 Days |
এছাড়াও টেলিটক সুলভ মূল্যে আরো কিছু ইন্টারনেট প্যাক অফার করছে। আপনি যদি
টেলিটকের মিনি ইন্টারনেট প্যাক নিতে চান তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ
আকর্ষণ। টেলিটক তাদের ব্যবহারকারীদের জন্য অল্প দামে আকর্ষণীয় প্যাকেজ দিচ্ছে।
নিচের টেলিটকের মিনি ইন্টারনেট প্যাক তুলে ধরা হলোঃ-(Updated)
ইন্টারনেট অফার | মূল্য | ডায়াল কোড | মেয়াদ |
---|---|---|---|
100Mb | 9 Tk | *111*501# | 5 Days |
500MB | 26 Tk | *111*503# | 30 Days |
1GB | 27 Tk | *111*27# | 7 Days |
1GB | 49 Tk | *111*49# | 30 Days |
2GB | 93 Tk | *111*93# | 30 Days |
3 GB | 44 Tk | *111*44# | 50 Days |
3 GB | 66 Tk | *111*66# | 10 Days |
3 GB | 139 Tk | *111*531# | 30 Days |
3.5 GB | 78 Tk | *111*511# | 10 Days |
5 GB | 201 Tk | *111*532# | 30 Days |
10GB | 239 Tk | *111*550# | 30 Days |
10GB | 97 Tk | *111*97# | 10 Days |
20GB | 301 Tk | *111*552# | 30 Days |
25GB | 198 Tk | *111*198# | 10 Days |
30GB | 344 Tk | *111*344# | 30 Days |
45 GB | 445 Tk | *111*554# | 30 Days |
টেলিটকে ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো টেলিটক অ্যাপস। এই অ্যাপস এর
মাধ্যমে যে কোন গ্রাহক খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত সেবা টি পেয়ে যাবেন।
কিভাবে টেলিটক অ্যাপস এর মাধ্যমে এসএমএস, ইন্টারনেট বান্ডেল এবং টকটাইম কিনবেন?
স্টেপ ১
প্রথমে গুগল প্লে স্টোর থেকে টেলিটক অ্যাপস টি ডাউনলোড করে ইনস্টল করুন।
স্টেপ ২
এবার আপনার নাম্বারটি দিয়ে টেলিটকে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। প্রথমবার
রেজিস্ট্রেশন করার সময় আপনার সিমে একটি ওটিপি কোড আসবে। ওটিপি কোডের মাধ্যমে
আপনি রেজিস্ট্রেশন করে পরবর্তীতে লগইন করুন।
লগইন করার পর আপনার টেলিটক অ্যাপসের ইন্টারফেসটি এমন হবে।
|
Teletalk App's Screenshort |
টেলিটক মাই অ্যাপ এর ইন্টারনেট বান্ডেল। টেলিটক অ্যাপস এর মাধ্যমে আপনারা
সহজেই ইন্টারনেট কিনতে পারবেন।
|
Teletalk App's Screenshort |
এছাড়াও টেলিটক আকর্ষণীয় মূল্যে এসএমএস সার্ভিস দিয়ে থাকে। আপনার ফোনের টেলিটক
অ্যাপস ডাউনলোড করে আপনি নিজেই টেলিটকের এসএমএস ইন্টারনেট এবং টাকার বান্ডিল
দেখতে পাবেন।
|
Teletalk App's Screenshort |
টেলিটকের সকল ইউএসএসডি কোডঃ
ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে আমরা যে কোন অফার এবং ব্যালেন্স চেক করে
থাকি। প্রত্যেকটা সিম কোম্পানির আলাদা আলাদা ইউএসএসডি কোড থাকে।
টেলিটকেরও বিভিন্ন অফার দেখার জন্যইউএসএসডি কোড ব্যবহার করা হয়। যে কোন গ্রাহক
ইউএসএসডি কোড ডায়াল করে টেলিটক সিমের অফার এবং ব্যালেন্স চেক করতে পারবে।
টেলিটক সিমের নাম্বার চেক করার ইউএসএসডি কোডঃ
টেলিটকের নিজস্ব নাম্বার জানতে ডায়াল করুন
*551#
টেলিটক সিমের নাম্বার দেখার উপায় 2022
টেলিটক সিমে নিজের নাম্বার দেখতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বড় হাতের
P এবং সেটি পাঠিয়ে দিন
154 নম্বরে। ফিরতি এসএমএসে আপনাকে
নাম্বার জানিয়ে দিবে।
টেলিটক সিমের ব্যালেন্স চেক করার ইউএসএসডি কোড:
টেলিটক সিমের ব্যালেন্স জানতে ডায়াল করুন
*152#
টেলিটকের জরুরি ব্যালেন্স চেক করার কোডঃ
টেলিটক সিমের জরুরি ব্যালেন্স জানতে ডায়াল করুন
*1122#
টেলিটক সিমের ইন্টারনেট/ডাটা/এমবি চেক করার কোডঃ
টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন
*152#
টেলিটক সিমের পোস্টপেইড ব্যালেন্স চেক করার কোডঃ
পোস্টপেইড ব্যালেন্স চেক করতে ডায়াল করুন
*152#
টেলিটকের অপ্রয়োজনীয় পরিষেবা বন্ধ করার ইউএসএসডি কোডঃ
টেলিটকের সমস্ত পরিষেবা বন্ধ করতে
STOP ALL লিখে পাঠিয়ে দিন
335
টেলিটকের মিসকল এলার্ট বন্ধ করার কোডঃ
T<> Space<> MCA
লিখে পাঠিয়ে দিন
2455 নাম্বারে
টেলিটক কাস্টমার কেয়ার প্রতিনিধির নাম্বারঃ
টেলিটকের যেকোন সমস্যা বা পরিষেবা জানার জন্য ডায়াল করুন
121 অথবা
01500121121-9 নম্বরে।
Read Also: