রবি সিমের সকল অফার কোড 2022




রবি আজিয়াটা লিমিটেডের বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান। গ্রামীন এবং বাংলালিংক এর সাথে পাল্লা দিয়ে রবি আজিয়াটা লিমিটেড গ্রাহকদের সুলভ এবং সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সেবা প্রদান করছে‌।


আপনি যদি রবি সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের এই পোষ্ট টি আপনার জন্য। কারণ এই পোষ্টের মাধ্যমে আমি রবি সিমের সকল প্রকার কোড উল্লেখ করব।


রবি সিমের এমবি কিনার কোড, রবি সিমের এসএমএস কেনার কোড এবং রবি সিমের টকটাইম অফার কিনার কোড সহ রবি সিমের যাবতীয় সকল প্রকার কোড নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আলোচনা হবে।


রবি সিমের 4.5 জি নেটওয়ার্ক ইন্টারনেট সেবা দান করে থাকে। বর্তমানে রবি সিম এয়ারটেল এর সাথে collaborate করে একটা কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। 


রবি সিমের সকল কোড জানার জানার জন্য শুরু থেকে শেষ পর্শাযন্ত পোস্টটি পড়ার অনুরোধ রইল, করি পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।


তাহলে চলুন একে একে রবি সিমের সকল কোড গুলো জেনে নেই। আপনি প্রয়োজনীয় কোড টি সংগ্রহ করে যথাযথ নির্দেশনা অনুসরণ করলে সার্ভিসটি পেয়ে যাবেন।


রবি সিমের সকল ইউএসএসডি কোড

রবি সিমের মিনিট বান্ডেল দেখার কোড *0#
রবি সিমের Due bill check কোড *1#
রবি সিমের নিজের নাম্বার দেখার কোড *2#
রবি সিমের ডাটা (এমবি) চেক করার কোড *3#
রবি সিমের ইন্টারনেট প্যাকেজ কেনার কোড *4#
রবি সিমের Popular Vas একটিভ এবং ডিএক্টিভ করার কোড *5#
সকল প্রকার বিয়ের স্টপ করার কোড *9#


রবি সিমের মোবাইল ব্যালেন্স চেক করার কোড আপনি যদি একজন ROBI user হয়ে থাকেন তাহলে আপনার বর্তমান মোবাইল ব্যালেন্স চেক করার জন্য নিচের ইউএসএসডি কোড ডায়াল করে খুব সহজেই ব্যালেন্স দিতে পারবেন।


রবি সিমের মেইন ব্যালেন্স জানতে জাস্ট ডায়াল করুন *222#
রবি সিমের বোনাস রিমেনিং অ্যামাউন্ট জানতে ডায়াল করুন *222*1#
এসএমএস চেক করতে ডায়াল করুন *222*11#
রবি সিমের ঝটপট ব্যালেন্স এর টাকা দেখতে ডায়াল করুন *222# (কোনরকম চার্জ ছাড়াই)
ইমারজেন্সি ব্যালেন্স এর জন্য *8811*1#
রবি ইমারজেন্সি ব্যালেন্স এর জন্য *222*16#
রবি ইমারজেন্সি ব্যালেন্স বন্ধের জন্য *8811*2#


কিভাবে রবি ইমারজেন্সি ব্যালেন্স পাবেন? 

রবি সিম নিরবচ্ছিন্ন ব্রাউজিংয়ের জন্য গ্রাহকদের ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স দিয়ে থাকে। ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স এর জন্য আপনাকে জাস্ট ডায়াল করতে হবে *8811*1*1*1# এবং আপনি যদি ঝটপট ব্যালেন্স পেতে চান তাহলে ডায়াল করতে হবে *8811*11# এক্ষেত্রে আপনি 25 এমবি ডাটা 10 টাকা করে পাবেন মেয়াদ থাকবে 3 দিন।


রবি সিমের ফোরজি স্ট্যাটাস চেক কোড

আপনার ব্যবহৃত সিমটিতে 4G ফোরজি সাপোর্টেড আছে কিনা তা জানার জন্য আপনি জাস্ট ডায়াল করুন *123*44#


রবি সিমের নিজের নাম্বার দেখার কোড

আপনি যদি আপনার নাম্বারটি ভুলে যান তাহলে আপনার ভুলে যাওয়া নাম্বার টি জানার জন্য ডায়াল করুন *2# অথবা *140*2*4#


রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড

আপনার ক্রয়কৃত ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *8444*88# এবং এমবি জানার জন্য জাস্ট ডায়াল করুন *3#
রবি সিমের ইন্টারনেট যেকোন সমস্যার হেল্প নেওয়ার জন্য ডায়াল করুন *8444#


রবি সিমে কল ওয়েটিং সার্ভিস চালু করার কোড

কল ওয়েটিং সার্ভিস চালু করার অনেকগুলো সুবিধা আছে। প্রথমত আপনি যখন কারো সাথে কথা বলবেন তখন যদি আপনাকে কেউ ফোন দেয় তাহলে যদি বলো ওয়েটিং সার্ভিসটা চালু না থাকে তাহলে কল টি আপনার ফোনে আসবে না এবং অপর পাশের ব্যক্তিটি আপনি বিজি আছেন এমনটাই শুনবে।

তাই কল ওয়েটিং সার্ভিস টা চালু করার জন্য আপনাকে জাস্ট ডায়াল করতে হবে *43# এবং রবি সিমের কল ওয়েটিং সার্ভিস বন্ধ করার জন্য আপনাকে ডায়াল করতে হবে #43#


রবি কল ডাইভার্ট সার্ভিসটি বন্ধ এবং চালু করার কোড

আপনি যদি একজন রবি সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনি চাইলে আপনার সিমের কল ডাইভার্ট সার্ভিসটি চালু এবং বন্ধ করতে পারবেন।


সার্ভিসটি চালু করার জন্য ডায়াল করুন *21* Focus Number #
সার্ভিসটি বন্ধ করার জন্য ডায়াল করুন #21#
সব ধরনের কল ডাইভার্ট এর জন্য ডায়াল করুন *21*8121#
সব ধরনের কল ডাইভার্ট বন্ধ করার জন্য ডায়াল করুন #21#


রবি সিমের আরো কিছু দরকারি কোড

Service Code
Minute balance *0#
Emergency Balance *1#
Own Number Check *2#
New Internet Buying Code *4#
MB Check *3#
Popular Vas On/Off *5#
Call Rate *6#
Promotional SMS Off *7#
To Know Emergency Balance *8#
To Know All Services *123#
Main Balance *222#
To Know Bonus Blance *222*1#
SMS Balance *222*11#
Emergency Balance *222*16#
Emergency Balance Off *8811*2#
JHOTPOT Balance *8811*1*1*1#
4G Status check *123*44#
Call Divert On *21*Tergated Number#
Call Divert Off #21#
Complain Number 158 (free)
Helpline 123


 
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য, আশা করি রবি সিমের সকল প্রকার কোড আপনি জানতে পেরেছেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url