মাথা ব্যাথার ঔষধের নাম - মাথা ব্যাথার ঔষধের তালিকা

 মাথা ব্যাথার ঔষধের তালিকা

মাথা ব্যাথার ঔষধের তালিকা

মাথা ব্যথা কেন হয়- ধরন, কারণ এবং লক্ষণ

মাথাব্যথার বিভিন্ন ধরনের আছে। বিভিন্ন ধরনের মাথাব্যথা বিভিন্ন স্থানে ঘটে থাকে। যেমন কিছু কিছু মাথা ব্যাথা চোখের পাশে হয় অর্থাৎ শিরায়। কিছু কিছু মাথাব্যথা আপনার ব্রহ্মতালুতে হয়। কিছু কিছু মাথাব্যথা কপালের একপাশে হয় আবার কিছু কিছু মাথাব্যথা কপালের দুপাশ-ই হয়।

বিভিন্ন লক্ষণ এর উপর নির্ভর করে মাথাব্যথা কে দুই ভাগে ভাগ করা হয়েছে; একটা প্রাথমিক মাথাব্যাথা  অন্যটা সেকেন্ডারি মাথাব্যথা

প্রাথমিক মাথাব্যথা কোনো অসুস্থতা থেকে অথবা এলার্জির কারণে হয় না। অন্যদিকে সেকেন্ডারি মাথাব্যথা শরীরের কোন অঙ্গ-প্রত্যঙ্গের সমস্যা হলে বা অ্যালার্জি অথবা অসুস্থতাজনিত কারণে হয়ে থাকে।

সেকেন্ডারি মাথাব্যথার ক্ষেত্রে শরীরের যে অংশের সমস্যার কারণে মাথা ব্যাথার সৃষ্টি হয়েছে, সেই সমস্যাটি ট্রিটমেন্ট করলেই মাথা ব্যথা চলে যায়।

প্রাথমিক মাথাব্যথার প্রকারভেদ:
  • "ক্লাস্টার" 
  • "মাইগ্রেন" 
  • "টেনশন" 

সেকেন্ডারি মাথাব্যথার প্রকারভেদ:
  • "হরমোনজনিত" 
  • "অ্যালার্জি বা সাইনাস" 
  • "উচ্চ রক্তচাপ" 
  • "পরিশ্রম" 
  • "পোস্ট-ট্রমাটিক" 
 

ক্লাস্টার মাথা ব্যাথার লক্ষণ

ক্লাস্টার মাথা ব্যাথা হলে প্রচন্ড জ্বালা যন্ত্রণা এবং সুই ফুটানোর মত ব্যথা অনুভূত হয়। সাধারণত এক চোখে অথবা কপালের একপাশে এই ধরনের মাথাব্যথা হয়।

লক্ষণসমূহ
  • লালচেভাব দেখা দেবে 
  • ফোলাভাব দেখা দেবে
  • চোখে জল দেখা দেবে
  • নাক বন্ধ হয়ে যাবে
  • আক্রান্ত স্থানে ঘাম হওয়া
তবে এই ধরনের মাথাব্যথা মহিলাদের থেকে পুরুষদের বেশি দেখা যায়।

মাইগ্রেনের মাথাব্যথার লক্ষণ সমূহ

মাইগ্রেনের মাথা ব্যথা সাধারণত মাথার একপাশে হয়। এ ধরনের মাথাব্যথা হলে, মনে হবে যেন আপনার মস্তিষ্কের ভিতর থেকে ব্যথা বাইরে চলে আসছে।

মাইগ্রেনের মাথাব্যথায় যারা ভুগে থাকেন তারা সাধারণত শব্দ এবং আলোর প্রতি সংবেদনশীল হন অর্থাৎ এগুলো তারা সহ্য করতে পারেন না।

আপনার পরিবারের কারো যদি মাইগ্রেনের সমস্যা থেকে থাকে, তাহলে আপনিও এই সমস্যায় আক্রান্ত হতে পারেন।

লক্ষণসমূহ:
  • তীব্র মাথা ব্যথার জন্য বমি বমি ভাব
  • চোখে মুখে অন্ধকার দেখা
  • মাথার দুপাশের শিরায় প্রচন্ড ব্যথা হয়
পুরুষদের তুলনায় মহিলারা মাইগ্রেনের সমস্যায় বেশি ভুগে থাকেন।

টেনশনের মাথাব্যথার লক্ষণ সমূহ

মনের মধ্যে বিষাদ এবং সমস্ত মাথায় এক ধরনের ব্যথা অনুভূত হয়। এই ধরনের মাথাব্যথা মানসিক চাপ থেকে বেশি হয়। 

কাজের প্রেসার, ফ্যামিলি প্রেসার, পড়াশোনা অথবা ক্যারিয়ারের প্রেসার এর জন্য এই ধরনের মাথাব্যথা।

লক্ষণসমূহ
  • ঘাড়ে ব্যথা হয়
  • মাথার ত্বকে ব্যথা হয়
  • কাঁধে ব্যথা হয়
  • এবং বিভিন্ন পেশীতে ব্যাথা হয়

মাথা ব্যাথার ঔষধের তালিকা এবং ব্যবহার বিধি

ইতিমধ্যেই আপনি মাথা ব্যথার বেশ কয়েকটি কারণ সম্পর্কে জানতে পেরেছেন। যেহেতু মাথাব্যথা বিভিন্ন কারণের জন্য হয়, তাই এর চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে।

মাথা ব্যথার ওষুধের যে তালিকা প্রস্তুত করা হয়েছে তা বিভিন্ন ইন্টারন্যাশনাল মেডিসিন জার্ণাল এবং প্রসিদ্ধ ফার্মাসিস্টদের পরামর্শ অনুযায়ী তৈরি করা হয়েছে।

ব্রান্ড জেনেরিক কম্পানি
ব্রান্ডSuma 10 mg/spray জেনেরিকSumatriptan কম্পানিACME Laboratories Ltd.
এই ওষুধটি মাইগ্রেনের জন্য ব্যবহার করা হয়। যাদের প্রচন্ড মাইগ্রেনের ব্যথা হয় তাদের জন্য একদম পারফেক্ট। এছাড়া ক্লাস্টার মাথা ব্যথার জন্যও এই ওষুধটি ব্যবহার করা হয়। প্রাপ্ত বয়স্ক লোকদের তীব্র মাইগ্রেনের সমস্যা থাকলে এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে।
ব্রান্ডRizamig Tablet 5 mg জেনেরিকRizatriptan Benzoate কম্পানিHealthcare Pharmaceuticals Ltd.
Rizatriptan ওষুধটি মাইগ্রেনের মাথা ব্যথার জন্য ব্যবহার করা হয়। আপনার যদি মাইগ্রেনের মাথা ব্যথা থাকে তাহলে আপনি এই ওষুধটি গ্রহণ করতে পারেন।
ব্রান্ডRizat Tablet 5 mg জেনেরিকRizatriptan Benzoate কম্পানিACME Laboratories Ltd.
Rizatriptan ওষুধটি মাইগ্রেনের মাথা ব্যথার জন্য ব্যবহার করা হয়। আপনার যদি মাইগ্রেনের মাথা ব্যথা থাকে তাহলে আপনি এই ওষুধটি গ্রহণ করতে পারেন।
ব্রান্ডMiotrol Tablet 2.5 mg জেনেরিকZolmitriptan কম্পানিDrug International Ltd.
এই ওষুধটিও মাইগ্রেনের মাথা ব্যথার জন্য ব্যবহার করা হয়। এটি ট্রিপটান প্রজাতির একটি ওষুধ।
ব্রান্ডZolmit Tablet 2.5 mg জেনেরিকZolmitriptan কম্পানিBeximco Pharmaceuticals Ltd.
এই ওষুধটিও মাইগ্রেনের মাথা ব্যথার জন্য ব্যবহার করা হয়। এটি ট্রিপটান প্রজাতির একটি ওষুধ।
ব্রান্ডZomitan Tablet 2.5 mg জেনেরিকZolmitriptan কম্পানিIncepta Pharmaceuticals Ltd.
এই ওষুধটিও মাইগ্রেনের মাথা ব্যথার জন্য ব্যবহার করা হয়। এটি ট্রিপটান প্রজাতির একটি ওষুধ।

মাথা ব্যাথার ঔষধ টাফনিল

টলফেনামিক অ্যাসিড মাইগ্রেনের ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়। যদি কারো মাথায় প্রচন্ড মাইগ্রেনের ব্যথা হয় তাহলে Tolfenamic acid ব্যবহার করা হয়। 

এটি একটি নন-স্টেরয়েডাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি ব্যথানাশক ঔষধ যা মাইগ্রেনের চিকিৎসায় ব্যবহার করা হয়। কারো যদি প্রচন্ড মাইগ্রেনের সমস্যা থেকে থাকে তাহলে এই ঔষধটি তার জন্য একদম পারফেক্ট। 

 আপনার যদি মাইগ্রেনের প্রচন্ড ব্যথা হয়ে থাকে তাহলে আপনি একটি 200 গ্রাম ওষুধ গ্রহণ করার এক ঘন্টা পর দ্বিতীয় ওষুধটি গ্রহণ করতে পারবেন। 

 মাইগ্রেনের সমস্যা হয়ে থাকলে আপনি এই ওষুধটি তাড়াতাড়ি গ্রহণ করুন। 

 নিচে বাংলাদেশ এভেলেবেল কিছু ব্র্যান্ডের নাম উল্লেখ করা হলো। 

ব্রান্ড জেনেরিক কম্পানি দাম
Anilic ( এনিলিক) 200 mg Tolfenamic acid Drug International Ltd. ৳ 8.00
Arain (আরিন) 200 mg Tolfenamic acid Opsonin Pharma Ltd ৳ 10.00
Lograin (লজরিন) Tablet 200 mg Tolfenamic acid Ibn-Sina Pharmaceuticals Ltd ৳ 10.01
Migratol (মিগ্রাটল) Tablet 200 mg Tolfenamic acid Beacon Pharmaceuticals Ltd. ৳ 10.00
Migrex (মিগরেক্স) Tablet 200 mg Tolfenamic acid Incepta Pharmaceuticals Ltd. ৳ 10.00
Minopa (মিনোপা) Tablet 200 mg Tolfenamic acid Medicon Pharmaceuticals Ltd. ৳ 7.39
Mygan (মাইগান) Tablet 200 mg Tolfenamic acid Chemist Laboratories Ltd. ৳ 10.00
Namitol (নামিটোল) Tablet Tablet 200 mg Tolfenamic acid ACI Limited ৳ 10.00
Tolfi (টলিফ) Tablet Tablet 200 mg Tolfenamic acid Benham Pharmaceuticals Ltd. ৳ 9.50
Tolmic (টলমিক) 200 mg Tolfenamic acid Beximco Pharmaceuticals Ltd. ৳ 8.03
Tufnil (টাফনিল) Tablet Tablet 200 mg Tolfenamic acid Eskayef Bangladesh Ltd. ৳ 10.00


সর্দি ও মাথা ব্যাথার ঔষধ

আপনার আপনার যদি জ্বর অথবা সর্দির কারণে মাথাব্যথা হয় তাহলে আপনি প্যারাসিটামল ট্যাবলেট গ্রহণ করতে পারেন। প্যারাসিটামল ট্যাবলেট গ্রহণ করলেন জ্বর এবং সর্দির মাথা ব্যথা দূর হবে।

এছাড়াও জ্বর অথবা সর্দি জনিত মাথা ব্যথা দূর করার জন্য আপনি কফি খেতে পারেন। কফিতে বিদ্যমান ক্যাফেইন মাথা ব্যাথা সারাতে কার্যকরী ভূমিকা রাখে।

বাচ্চাদের মাথা ব্যাথার ঔষধ

বাচ্চাদের যদি মাথা ব্যাথা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শমতো ওষুধ খাওয়া উচিত। 

সর্দি অথবা জ্বরের কারণে যদি মাথাব্যথা হয়ে থাকে তাহলে বাচ্চাদের মাথা ব্যথা দূর করার জন্য প্যারাসিটামল সিরাপ খাওয়ানো যেতে পারে। 

তবে অবশ্যই ডাক্তারের পরামর্শমতো ওষুধ খাওয়াবেন।

অনেক সময় অনিদ্রাজনিত কারণে বাচ্চাদের মাথাব্যথা হয়ে থাকে। তাই একটি বাচ্চা যদি মাথা ব্যথায় ভুগে থাকে তাহলে অবশ্যই তার পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার। 

বাচ্চাদের মাথা যন্ত্রণা করলে অবশ্যই তাদের ঘুমানোর জন্য পরামর্শ দিবেন।

আরো পড়ুনঃ 

আশা করছি পোস্টটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। যদি পোস্টটি পড়ে আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে পোস্টটি আপনার ফেসবুক অথবা আপনি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তার টাইমলাইনে অবশ্যই শেয়ার করবেন যাতে করে আপনার মত আপনার বন্ধুবান্ধবরাও উপকৃত হতে পারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url