বর্তমানে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার কারণে প্রত্যেক রাইডারের মাথায় চিন্তা থাকে যে কোন গাড়িটা কম তেলে বেশি চলবে। কোন বাইকটার ফুয়েল এফিশিয়েন্সি বেশি। যারা প্রতিদিন বাইক রাইড করেন অর্থাৎ ডেইলি কম্পিউটারস তাদের সবারই লক্ষ্য থাকে যে, তাদের সাধের গাড়িটা তাদের কতটুকু সাশ্রয় করছে।
অনেকেই আছেন যারা নতুন বাইক কিনতে চান এবং প্রতিদিন বাইকটা বিভিন্ন প্রয়োজনে রাইট করতে চান কিন্তু কনফিউশনে আছেন যে কোন বাইকটা আপনার জন্য ভালো হবে এবং কোন বাইকটা দিয়ে আপনি ভালো একটা মাইলেজ পাবেন।
আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এমন দশটি বাইকের কথা বলব যেগুলো বর্তমান সময়ে খুবই ভালো সার্ভিস দেওয়ার সাথে সাথে ভালো মাইলেজও দেয়।
তাহলে চলুন একে একে বাইক গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
টিভিএস স্পোর্টস (TVS Sport)
প্রথমেই যে বাইকটা নিয়ে কথা বলব সেটি হল TVS Sport । এই বাইকটা 1 লিটার তেলে 95 কিলোমিটার যায়। যদি আপনি আপনার পকেটের টাকা সাশ্রয় করতে চান তাহলে আপনার জন্য টিভিএস স্পোর্টস বাইকটা সেরা হবে।
প্রতিদিন রাইট করার জন্য TVS Sport বাইকটা অসাধারণ। অত্যন্ত ডিপেন্ডেবল এবং রিলায়েবল বাইকের তালিকায় এই বাইকটা আছে। এশিয়া বুক অব রেকর্ডস 2019 এর তালিকায় সেরা ফুয়েল এফিশিয়েন্ট বাইক হিসেবে এই বাইকটা খ্যাতি অর্জন করেছে।
এছাড়াও এর মাইলেজ এর পাশাপাশি অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলো হল এটিতে দেওয়া হয়েছে সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলার ইঞ্জিন।
এই বাইকটা হাই পিক পাওয়ার 7.4 বিএসপি এবং টর্ক 7.3 নিউটন মিটার। এই বাইকটা ইঞ্জিন ক্যাপাসিটি হিসেবে দেওয়া হয়েছে 110cc পাওয়ারফুল ইঞ্জিন।
- Price: Tk. 137,000
- Mileage Per Liter: 95 Kmpl Mileage
- Maximum Power: 7.3 bhp @ 7500 rpm
- Maximum Torque: 7.5 Nm @ 7500 rpm
- Engine Type: 4-Stroke Duralife Engine
- Brakes : Drum
বাজাজ প্লাটিনা ১০০ (Bajaj Platina 100)
Bajaj Platina 100 বাংলাদেশের বাজারে বাজাজ কোম্পানির বাইক অপ্রতিদ্বন্দ্বী হিসেবে মার্কেট দখল করে আছে। বাজাজের যতগুলো বাইক আছে সবগুলো বাইকেই বেশ দাপটের সাথে বাংলাদেশের মার্কেটে খ্যাতি অর্জন করেছে।
বাজাজ যদিও ইন্ডিয়ান কোম্পানি তবে বাংলাদেশি বেশিরভাগ লোকই বাজাজের বিভিন্ন সেকশনের বাইক ক্রয় করে থাকেন।
বাজাজ প্লাটিনা হান্ড্রেড বাইক টি অত্যন্ত তেল সাশ্রয়ী এবং হার্ডি একটা বাইক। এই বাইকটা প্রধানত দুইটি কালার এভেইলেবেল।
Bajaj Platina 100 অন্যতম একটা ফুয়েল এফিশিয়েন্ট বাইক। Bajaj Platina 100 বাইক রাইডিং কমফোর্ট অতুলনীয়।
বর্তমান Bajaj Platina 100 বাইক ফাইভ স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে।অন্যান্য বাজারে প্রচলিত বাইকের সাথে পাল্লা দিতে গিয়ে বাজাজের বাইকে বেশ কিছু আধুনিক সুযোগ-সুবিধা এবং স্পেসিফিকেশন যোগ করা হয়েছে যা বাইকটাকে আগের থেকে অনেক বেশি কমফর্টেবল তৈরি করেছে।
বাজাজ বাইকের ইঞ্জিন ক্যাপাসিটি অত্যন্ত পাওয়ারফুল বাজাজ প্লাটিনা হান্ড্রেড বাইকের 7.9 বিএসপি পাওয়ার দেওয়া হয়েছে এবং টর্ক দেওয়া হয়েছে 10Nm ।
এছাড়াও বাইকটি দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক। বাইকের ইঞ্জিন ক্যাপাসিটি 102cc
- Price: 96,900 BDT & 97,900 BDT
- Mileage: (Average) 97 KM/L
- Max Power: 8.5 ps @ 7000 rpm
- Max Torque: 10Nm@4000 rpm
- Gears: 4 & 5
Bajaj CT 100 (বাজাজ সিটি ১০০)
Bajaj CT 100 অন্যতম একটা টপ মাইলেজ বাইক। একই সাথে এই বাইকটার রাইডিং কমফোর্টও অতুলনীয়। এই বাইকটাতে সিঙ্গেল সিলিন্ডার এর এয়ার কুলার রিলায়েবল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
ইঞ্জিন থেকে সর্বোচ্চ ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 8.1bhp এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করবে 8.05Nm
কাস্টমাররা বাইকটি নীল, লাল, লালের সাথে কালো এবং নীলের সাথে কালো এই চারটি কালারের পেয়ে যাবেন।
- Mileage: 89kmpl
- Price: 89,990 Tk (KS) & and 93,500 Tk (ES)
- Engine Type: Single Cylinder, 4-Stroke, Natural Air-Cooled
- Max Power: 5.81 kW (7.9 PS) @ 7500 RPM
- Max Torque: 8.34 Nm @ 5500 RPM
TVS Star City Plus (টিভিএস স্টার সিটি প্লাস)
টিভিএস কোম্পানির এটি অন্যতম একটি সেরা মাইলেজ বাইক। এই বাইকটি রাইডিং কম্পলটে খুবই ভালো। বাইকটির ইঞ্জিন ক্যাপাচিটি হিসেবে ব্যবহার করা হয়েছে 109.7cc একটা ইঞ্জিন।
এই বাইকটির ওজন 115 কেজি এবং ফুয়েল ট্যাংক ক্যাপাচিটি 10 লিটার। বাইকটিতে অন্যান্য ফিচারের সাথে এলইডি হেড লেম্প ব্যবহার করা হয়েছে। বাইকটি comfort এবং mileage দিক বিবেচনা করে এটি আপনার ক্রয় লিস্টে রাখতে পারেন রাখতে পারেন।
- Price: Tk 99,500
- Engine Capacity: 109.7 cc
- Mileage: 70 kmpl
- Gear: 4 Speed Manual
- Kerb Weight: 115 kg
- Fuel Tank Capacity: 10 litres
- Max Power: 8.08 bhp
Yamaha Saluto
ইয়ামাহা একটি জাপানি কোম্পানি। ইয়ামাহা কোম্পানি যদিও স্পোর্টস বাইক তৈরি করে।
তবে কমিউটার বাইক এর ভিতরে Yamaha Saluto বাইক টি অসাধারণ। মাইলেজ এর কথা চিন্তা করলে এই বাইকটি খুবই ভালো মাইলেজ দেয়।
জাপানি ব্র্যান্ডের বাইকগুলোর ইঞ্জিন সাধারণত অনেক smooth হয়।
যারা চাকরি অথবা ব্যবসা করেন এবং যাদের প্রতিদিন বাইক রাইডিং এর প্রয়োজন হয় আপনারা চাইলে এই বাইকটি নিতে পারেন। অল্প তেলে ভালো চলে বাইক এর ভিতরে একটি অন্যতম একটা সেরা বাইক।
- Price: 1,24,000 BDT
- Mileage: (Average) 78 KM/L (Approx)
- CC Category: 125 cc
- Engine Type: Four stroke, single cylinder, air cooled
- Max Power: 8.18 Bhp @ 7000 rpm
- Max Torque: 10.1 Nm @ 4500 rpm
- Gears: 4
Suzuki Hayate Special Edition
Suzuki Hayate Special Edition জাপানি ব্রান্ডের একটা বাইক। এই বাইকটার ইঞ্জিন কোয়ালিটি খুবই ভালো। বাইকটি স্ট্যান্ডার্ড একটা বাইক।
Suzuki Hayate Special Edition এ এয়ার কুলার কার্বুরেটর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকটার ট্যাংকিতে তেল ধারণক্ষমতা 10.5L এবং বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 165 mm
বাইকটি খুবই তেল সাশ্রয়ী একটি বাইক। 2022 সালে আপনি যদি একটি তেল সাশ্রয়ী বাইক কিনতে চান তাহলে আপনার জন্য Suzuki Hayate Special Edition বাইক টা ভালো হবে।
কম তেলে ভালো মাইলেজ এর পাশাপাশি এই বাড়িটিতে আরো কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। বাইকটি তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে।
- Price: 94,950 BDT
- Mileage: 50 Kmpl (Approx)
- CC: 110 cc
- Engine: Four stroke, single cylinder, air cooled
- Max Power: 8.3HP@7500rpm
- Max Torque: 8.8NM@5500rpm
Honda Livo 110
Honda Livo 110 বাইকটির দেখতে খুবই সুন্দর। বাইকটিতে মাসকুলার একটি ফুয়েল ট্যাংক ব্যবহার করা হয়েছে। বাইকটি স্টান্ডার্ড-কমিউটার বাইক। যদিও ট্যাঙ্কি দেখতে অনেক বড় কিন্তু বাইকের ট্যাংকিতে তেল ধারণক্ষমতা 8.5L
মাইলেজ এবং প্রাইসের কম্বিনেশনে বাইকটি সত্যিই অসাধারণ তৈরি করা হয়েছে। এই বাইকটি অত্যন্ত তেল সাশ্রয়ী একটি বাইক। বাইকের ইঞ্জিনও রিফাইন করা।
তেল সাশ্রয়ী হওয়ার পাশাপাশি বাইকটির আরো অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে একটি হলো বাইকটির প্রিমিয়াম লুক।
- Price: 1,04,700 BDT
- Mileage: 60 Kmpl (Approx)
- CC : 110 cc
- Engine: Four stroke, single cylinder, air cooled
- Max Power: 8.31 BHP @7500 rpm
- Max Torque: 9.09 Nm @ 5000 rpm
Honda Dream Neo
Honda Dream Neo গাড়িটি সিম্পলের ভিতর অনেক সুন্দর করা হয়েছে। যারা বিভিন্ন কম্পানি, এনজিওতে জব করেন অথবা যাদের ব্যবসা আছে অর্থাৎ নিয়মিত বাইক রাইডিং প্রয়োজন তারা চাইলেই বাইক নিতে পারেন।
কম দামে হোন্ডা বাইক যারা খুঁজছেন তাদের জন্য Honda Dream Neo পারফেক্ট হবে। Honda Dream Neo বাইকের সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। এবং কম তেলে অনেক বেশি মাইলেজ পাওয়া যায়।
Honda Dream Neo বাইকটির ডেইলি রাইটিং এর জন্য খুবই পারফেক্ট একটা বাইক। এবং বাইকটির ইঞ্জিন অনেক রিফাইন করা হয়েছে।
- Price: 97,000 BDT
- Mileage: 50 Kmpl (Approx)
- CC: 110 cc
- Max Power: 8.25 bhp @7500 rpm
- Max Torque: 8.63 Nm @ 5500 rpm
Bajaj Discover 110
Bajaj Discover 110 বাজাজ কোম্পানির অত্যন্ত জনপ্রিয় একটি বাইক। Bajaj Discover বাইকটি বাংলাদেশের গ্রাম-গঞ্জের সবথেকে বেশি ব্যবহার করা হয়।
বাংলাদেশ বাজাজ কোম্পানির যতগুলো গাড়ি আছে সবগুলোর গাড়ি বেশ জনপ্রিয়। ডেইলি কমিউটার বাইক হিসেবে বাজাজ ডিসকভার গাড়িগুলোর ব্যবহার অত্যন্ত বেশি।
অন রোড, অফ রড যে কোন রোডে চলার জন্য গাড়িটা অত্যন্ত পারফেক্ট। গাড়িটা মাইলেজও দেয় দারুন। ইঞ্জিন কন্ডিশন, পাওয়ার এবং মাইলেজ এর জন্য বাজাজ ডিসকভার গাড়ি অত্যন্ত জনপ্রিয়।
- Price: 111,500 BDT (Drum)
- Price: 1,15,500 BDT (Disc)
- Mileage: 55 kmpl (Approx)
- CC: 110 cc
- Engine: DTS-i 115.5 cc, 4 stroke, single cylinder
- Max Power: 8.46 bhp @ 7000 rpm
- Max Torque: 9.81 Nm @ 5000 rpm
TVS Metro Plus
TVS Metro Plus বাইকটি বাংলাদেশের বাজারে বেশ সাড়া ফেলেছে। বাইকটির রাইডিং কম্ফোর্টেবল এবং তেল সাশ্রয়ী হওয়ার কারণে সবাই এটি ব্যাপকভাবে কিনছে।
বাইকটি বাংলাদেশে দুইটা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক। 110 সিসি বাইকের মধ্যে টিভিএস মেট্রো প্লাস বাইকটা দেখতে অনেকটা প্রিমিয়াম। বাইক টা অনেক তেল সাশ্রয়ী এবং স্পিডও খুব ভালো পাওয়া যায়। বাইকটার তেলের ট্যাংকি কিছুটা মাসকিউলার করা হয়েছে। এই মাসকিউলার ট্যাংকের কারণে বাইক টা দেখতে বেশ ভালো লাগে। আপনি যদি বেশি মাইলেজ চান তাহলে এই গাড়িটা নিতে পারেন।
- Price: 1,04,900 BDT (Disc)
- Price: 99,900 BDT (Drum)
- Mileage: 60 KM/L (Approx)
- CC: 110 cc
- Engine: Four stroke, single cylinder, air cooled
- Max Power: 8.4 PS @ 7500 rpm
- Max Torque: 8.7 Nm @ 5000 rpm