20000 টাকার মধ্যে সেরা তিনটি ফোন। 3 Best Smartphone Under 25000 in 2021 Bangladesh


হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে 20000 টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় এমন বেস্ট তিনটি ফোনের কথা বলব। আপনার বাজেট যদি 20 হাজার টাকা হয় তাহলে 20,000 টাকার মধ্যে বাংলাদেশের সেরা মানের ফোন গুলো নিয়ে আজকের আলোচনা করা হবে। 

আশা করবো আপনি পুরো টিউটোরিয়ালটি পড়বেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোন একটা ফোন সহজে বাছাই করতে পারবেন।

Xiaomi Redmi Note 10S Price & Full Specifications

Xiaomi Redmi Note 10S ফোনটি 6.43 ইঞ্চি ফুল HD+ AMOLED স্ক্রিন সহ বাজারে আসছে। এই ফোনটির সামনের দিকে মাঝখানে একটি punch-hole রয়েছে। 

এই ফোনটির ডিসপ্লেটি থার্ড জেনারেশন এর গড়িলা গ্লাস দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে।

Redmi Note 10S ফোনটির অন্যান্য সুবিধা এগুলোর মধ্যে রয়েছে পিডিএএফ, আল্ট্রাওয়াইড, ডেপথ সেন্সর, ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা ইত্যাদি এবং 4k আল্ট্রা এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধা। 

ফোনটির ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64+8+2+2 মেগাপিক্সেলের 4 টি ক্যামেরা
 
এবং সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের 1 টি ক্যামেরা

Redmi Note 10S ফোনটিতে 5000 মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই বিগ ব্যাটারি চার্জ দেওয়ার জন্য দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার

এই ফোনটিতে আরো রয়েছে 6 জিবি র‍্যাম এবং Octa-core সিপিইউ যেটি 2.05 গিগাহার্জ পর্যন্ত লোড নিতে পারবে। এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট GPU হিসেবে দেওয়া হয়েছে Mali-G76 MC4 

এই ফোনটি দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে একটি হচ্ছে 64gb এবং অন্যটি হচ্ছে 128gb ইন্টারনাল স্টোরেজ।
 
তাছাড়াও এই ফোনটিতে ডেডিকেটেড microSD স্লট রয়েছে যেটির মাধ্যমে আপনি আপনার স্টোরেজ সাইজ বাড়াতে পারবেন।

এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে লক বাটন এর সাথে অর্থাৎ সাইড-মাউন্টেড

এই ফোনটিতে আরো যে সকল সেন্সর ব্যবহার করা হয়েছে সেগুলো হলোঃ

ইউএসবি টাইপ-সি, 
ডুয়াল সিম, 
ফেস আনলক, 
ইনফ্রারেড ইত্যাদি।

এই ফোনটিতে আরো যে সকল ফিচার থাকছে
  • ফোনটির দাম: 
    • ৳22,999 6/64 GB
    • ৳24,999 6/128 GB
  • ব্যাটারি ক্যাপাসিটি: 5000 mAh
  • ডিসপ্লে সাইজ: 6.43 inches
  • ক্যামেরা ব্যাক: Quad 64+8+2+2 Megapixel
  • ক্যামেরা ফ্রন্ট: 13 Megapixel
  • চিপসেট: Mediatek Helio G95 (12 nm)
  • প্রসেসর: Octa-core, 2 GHz
  • RAM: 6 GB
  • ROM: 64 / 128 GB (UFS 2.2)


Poco M3 Pro 5G Price & Full Specifications

Poco M3 Pro 5G ফোনটি এখন পর্যন্ত সাশ্রয়ী মূল্যে বাজারের সেরা 5G ফোন।

ফোনটিতে "সুইচব্লেড" ডিজাইন ব্যবহার করা হয়েছে যেটা অনেকটাই Samsung এর S21 সিরিজের ক্যামেরা মডিউল ডিজাইনের সাথে মিলে যায়।

Xiaomi Poco M3 Pro 5G 6.5 ইঞ্চি ফুল HD+ IPS LCD স্ক্রিন সহ বাজারে আসছে।

Xiaomi Poco M3 Pro 5G সামনের দিকে মাঝখানে একটি পাঞ্চ-হোল ফ্রন্ট ক্যামেরা ডিজাইন রয়েছে।

এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে থার্ড জেনারেশন এর গড়িলা গ্লাস। 

ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে 48+2+2 মেগা পিক্সেলের তিনটি ক্যামেরা। এবং ক্যামেরা যে সকল ফিচার রয়েছে সেগুলো হলো 

  • পিডিএএফ, 
  • আল্ট্রাওয়াইড, 
  • এলইডি ফ্ল্যাশ, 
  • ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা, 
  • এইচডিআর, 
  • ডেপথ সেন্সর ইত্যাদি 
  • 4K ভিডিও রেকর্ডিং পাওয়ারফুল ক্যামেরা।

এবং সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল এর ক্যামেরা
 
Poco M3 Pro 5G ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ফোনটির সাথে রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার

ফোনটিতে রাম ব্যবহার করা হয়েছে 6 জিবি এবং 2.2 GHz octa-core সিপিইউ ব্যবহার করা হয়েছে।

ফোনটির গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউ দেওয়া হয়েছে MediaTek Dimensity 700 5G (7 nm)
 
ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে 128gb এবং সাথে রয়েছে shared MicroSD slot

এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে পাশে অর্থাৎ সাইড-মাউন্টেড। 

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে 

  • এফএম রেডিও, 
  • ইউএসবি টাইপ-সি, 
  • ডুয়াল সিম, 
  • ইনফ্রারেড, 
  • ফেস আনলক ইত্যাদি।

এই ফোনটিতে আরো যে সকল ফিচার থাকছে

  • ফোনটির দাম: 23,999 tk
  • ব্যাটারি ক্যাপাসিটি: 5000 mAh
  • ডিসপ্লে সাইজ: 6.5 inches
  • ক্যামেরা ব্যাক: Triple 48+2+2 Megapixel
  • ক্যামেরা ফ্রন্ট: 8 Megapixel
  • চিপসেট: MediaTek Dimensity 700 5G (7 nm)
  • প্রসেসর: Octa core, up to 2.2 GHz
  • RAM: 6 GB
  • ROM: 128 GB (UFS 2.2)

Realme 8 Price & Full Specifications

Realme 8 ফোনটি 6.4 ইঞ্চি ফুল HD+ সুপার AMOLED স্ক্রিন সহ বাজারে আসছে। 
এই ফোনটির উপরের দিকে ডিসপ্লের বাম পাশে একটি Full-View punch-hole design রয়েছে।

ফোনটির পিছনে 4 টি ক্যামেরা রয়েছে 64+8+2+2 এবং ক্যামেরা ফিচার হিসেবে দেওয়া হয়েছে।
 
  • পিডিএএফ, 
  • ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা, 
  • ডেপথ সেন্সর, 
  • আল্ট্রাওয়াইড লেন্স 
  • এবং 4K ভিডিও রেকর্ডিং ইত্যাদি 

ফোনটির সামনের ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

Realme 8 ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি চার্জের জন্য রয়েছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার।

এই ফোনটিতে 2.05 GHz অক্টা-কোর CPU এবং Mali-G76 MC4 - GPU  ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে RAM ব্যবহার করা হয়েছে 8gb এবং ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে 128gb। স্টোরেজ বাড়ানোর জন্য আপনি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন।

ফোনটিতে Mediatek Helio G95 (12 nm) চিপসেট ব্যবহার করা হয়েছে।

এই ফোনটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। অর্থাৎ ডিসপ্লের সাথে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম।

  • অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে 
  • ডুয়াল সিম, 
  • ফেস আনলক, 
  • ইউএসবি টাইপ-সি ইত্যাদি।

এই ফোনটিতে আরো যে সকল ফিচার থাকছে

ফোনটির দাম: 22,990 tk
ব্যাটারি ক্যাপাসিটি: 5000 mAh
ডিসপ্লে সাইজ: 6.4 inches
ক্যামেরা ব্যাক: Quad 64+8+2+2 Megapixel
ক্যামেরা ফ্রন্ট: 16 Megapixel
চিপসেট: Mediatek Helio G95 (12 nm)
প্রসেসর: Octa core, up to 2.2 GHz
RAM: 6 GB
ROM: 128 GB (UFS 2.1)




শেষ কথা
আশা করছি পোস্টটি পড়ে আপনাদের ভাল লেগেছে। যদি পোস্টটি পড়ে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পোস্টটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আমি এই পোষ্টের মাধ্যমে 20000 টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় এমন সেরা কয়েকটি ফোন সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url