বাংলালিংক সিমের অফার দেখার উপায় 2022 Updated

How to check Banglalink offer


বন্ধুরা, কেমন আছেন? আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভাল আছেন। আপনি গুগল কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে এই পোস্টটি পড়েছেন এর অর্থ এই আপনিই বাংলালিংক সিম ব্যবহার করেন।

বাংলালিংক সিমের অফার দেখার নিয়ম জানার জন্য আপনি এই পোস্টটি পড়েছেন। এই পোষ্টের মাধ্যমে আমি বাংলালিংকের সকল এসএমএস অফার, ইন্টারনেট অফার এবং টকটাইম অফার দেখার নিয়ম তুলে ধরব।

পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন এবং আপনার কাঙ্খিত এবং পছন্দের অফারটি উপভোগ করুন।

নেদারল্যান্ডের "ভিওন" কোম্পানির মালিকানাধীন একটি প্রতিষ্ঠান হচ্ছে বাংলালিংক টেলিযোগাযোগ লিমিটেড। বাংলালিংক 1999 সালে থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আকর্ষণীয় পরিষেবা এবং অফার দেওয়ার মাধ্যমে বাংলালিংক তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

এই ওয়েবসাইটে আপনি বাংলালিংকের সকল অফার এর আপডেট নিয়মিত পাবেন। বাংলালিংক কোম্পানির যখনই কোন ইন্টারনেট প্যাকের আপডেট নিয়ে আসবে তখনই আমরা সাথে সাথে এই ওয়েবসাইটে প্রকাশ করব। আপনারা সহজেই এখান থেকে ইউএসএসডি কোড ডায়াল করে ইন্টারনেট অফার কিনে নিতে পারবেন।


তাহলে চলুন একে একে জেনে নেই বাংলালিংক 2022 সালে গ্রাহকদের জন্য কোন কোন অফার রেখেছে।

{tocify} $title={এখানে ক্লিক করে এক নজরে দেখে নিন}

 

বাংলালিংক ইন্টারনেট অফার 2022

বাংলালিংক সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের ইন্টারনেট ডাটা প্যাক দিয়ে থাকে। বাংলালিংকের সুলভ মূল্যে দশ দিন এবং 7 দিন মেয়াদের ইন্টারনেট প্যাক অফার করছে। বাংলালিংক থেকে আপনি সহজেই সাত দিন এবং 10 দিনের ইন্টারনেট প্যাক নিতে পারবেন। নিচের ইউএসএসডি কোড ডায়াল করে পছন্দের মিনি প্যাক কিনুন।


 বাংলালিংকের সাপ্তাহিক প্যাক

ইন্টারনেট অফার মূল্য ডায়াল কোড মেয়াদ
2MB TK 0.85 *5000*519# 1 Day
3MB TK 1.5 *5000*518# 1 Day
9MB TK 3 *5000*513# 1 Day
12MB TK 4 *5000*520# 1 Day
32MB TK 9 *5000*529# 1 Day
45MB TK 10 *5000*543# 1 Day
25 GB 198 Tk *111*198# 10 Days
60MB TK 15 *5000*502# 3 Days
75MB TK 13 *5000*543# 4 Days
100MB TK 20 *5000*522# 7 Days
160MB TK 30 *5000*501# 7 Days
250MB TK 75 *5000*517# 10 Days
500MB TK 100 *5000*582# 7 Days
1GB TK 36 *5000*36# 4 Days
1GB TK 76 *5000*76# 7 Days
2GB TK 49 *5000*49# 4 Days
3GB TK 99 *5000*799# 7 Days
5GB TK 108 *5000*108# 7 Days
10GB TK 199 *5000*199# 7 Days


বাংলালিংকের মাসিক ইন্টারনেট প্যাকেজ 2022

বাংলালিংক 2022 সালে আকর্ষণীয় 30 দিন মেয়াদের প্যাকেজ উপহার দিচ্ছে।  আপনি 30 দিন মেয়াদে এর বেস্ট অফার টা এখান থেকে নিতে পারবেন। বাংলালিংকের 30 দিন মেয়াদে ইন্টারনেট প্যাক কেনার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।

বাংলালিংকের মাসিক ইন্টারনেট প্যাকেজ 2022 কেনার কোড। নিচের USSD কোড ডায়াল করার মাধ্যমে আপনি সহজেই মান্থলি ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন।


ইন্টারনেট অফার মূল্য ডায়াল কোড মেয়াদ
120MB TK 50 *5000*523# 30 Days
300MB TK 99 *5000*503# 30 Days
600MB TK 150 *5000*504# 30 Day
1GB TK 199 *5000*503 # 30 Day
1GB TK 210 *5000*581# 30 Day
1.5GB TK 275 *5000*511# 30 Days
2GB TK 209 *5000*581# 30 Days
2GB TK 350 *5000*506# 30 Days
4GB TK 500 *5000*508# 30 Days
8GB TK 900 *5000*509# 30 Days
15GB TK 1500 *5000*510# 30 Days

বাংলালিংক আমার অফার দেখার নিয়ম 

আমার অফার! মাত্র ৩১টাকা রিচার্জে ২জিবি (১জিবি+১জিবি 4G ফ্রি)-৩দিন। অফারটি পাবেন রিচার্জ /বিকাশ/নগদ/ এর মাধ্যমে। সীমিত সময়ের জন্য। 

আপনার কাছে বাংলালিঙ্ক থেকে এই ধরনের মেসেজ আসতে পারেন। এগুলো আমার অফার নামে পরিচিত। আপনি যদি নিজেই আপনার অফার দেখতে চান তাহলে ডায়াল করুন *888#


এছাড়াও আপনার সিমে বাংলালিংকের স্পেশাল ইন্টারনেট অফার দেখার জন্য ডায়াল করুন *5000#  


*5000# ডায়েল করার মাধ্যমে আপনি বাংলালিংকের বিভিন্ন প্যাক সম্পর্কে মেনু পেয়ে যাবেন। এই মেনু থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি ইন্টারনেট কিনে নিতে পারবেন। 


 বাংলালিংক সিমের বিভিন্ন কোড

 আপনার যদি একটি বাংলালিং সিম থাকে তাহলে এই কোডগুলো আপনার জানা খুবই প্রয়োজন। বাংলালিংকের বিভিন্ন সার্ভিস চালু এবং বন্ধ করার জন্য এই কোড গুলো আপনার প্রয়োজন হবে। বাংলালিংক এর এমবি চেক করা, নাম্বার দেখাও সহ বিভিন্ন ধরনের ইউটিলিটি সার্ভিসের জন্য ব্যবহৃত কোডগুলো এখন আপনাদের সামনে তুলে ধরব। 


বাংলালিংক এর এমবি (mb) চেক করার কোড 

বাংলালিংকের যেকোনো ইন্টারনেট এমবি (mb) চেক করার জন্য ডায়াল করুন *5000*500#  

 বাংলালিংক সিমের নিজের নাম্বার দেখার কোড 

আপনি যদি বাংলালিংক সিমে আপনার নিজের নাম্বার দেখতে চান তাহলে ডায়াল করুন *511#

বাংলালিংকের মোবাইল ব্যালেন্স চেক করার কোড

বাংলালিংক এর ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *124#

বাংলালিংক সিমের মিনিট চেক করার কোড

বাংলালিংক এর মিনিট চেক করার জন্য ডায়াল করুন *121*100#

বাংলালিংক সিমের এসএমএস প্যাক চেক করার কোড

বাংলালিংক এর এসএমএস প্যাকের এসএমএস চেক করার জন্য ডায়াল করুন *121*100#

বাংলালিংকের এমএমএস চেক করার কোড

বাংলালিংক সিমের এসএমএস চেক করার জন্য ডায়াল করুন *124*2#

বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার নাম্বার

বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে ডায়াল করুন 121

বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড

বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স এর জন্য ডায়াল করুন *874# 

বাংলালিংক সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোড

বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *874*0#

Banglalink 4G স্ট্যাটাস চেক

আপনার ব্যবহৃত বাংলালিংক সিম 4G কিনা তা জানার জন্য মেসেজ অপশনে গিয়ে ডায়াল করুন ফোরজি এবং পাঠিয়ে দিন 5000 নম্বরে। ফিরতি এসএমএসে আপনাকে জানিয়ে দেওয়া হবে।

বাংলালিংক সিমে ইন্টারনেট অ্যাক্টিভ করার নিয়ম

১. বাংলালিংক সিমে ইন্টারনেট কিনতে ডায়াল করুন *5000# 

২. যেকোনো ধরনের ইন্টারনেট প্যাক auto-renewal বন্ধ করতে ডায়াল করুন *5000*566# এরপর ২ চেপে auto-renewal বন্ধ করে দিন। অথবা টাইপ করুন renew off vol এবং পাঠিয়ে দিন 5000 নম্বরে।

৩. বাংলালিংকের অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স জানার জন্য ডায়াল করুন *5000*500#

৪. যেকোনো ধরনের ইন্টারনেট প্যাক ডিএক্টিভেট করার জন্য ডায়াল করুন *5000*536#

 বাংলালিংকের ওয়েটিং কল সার্ভিস চালু করার কোড

ওয়েটিং কল সার্ভিস চালু করা খুবই প্রয়োজনীয় কারণ আপনি যখন অন্য কারো সাথে কথা বলবেন তখন আপনি যদি এই সার্ভিসটা চালু করে রাখেন তাহলে অন্য কেউ কল করলে আপনার ফোনে কল ঢুকবে এবং আপনি তাকে পরবর্তীতে ব্যাক করতে পারবেন আর যদি ওয়েটিং কল এলার্ট সার্ভিস চালু না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন নাকি আপনাকে ফোন দিয়েছিল কথা বলার সময় অথবা আপনার অনেক প্রয়োজনীয় কল মিস হয়ে যাবে।

আপনি যদি বাংলালিংকের ওয়েটিং কল সার্ভিস চালু করতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে *43#

এছাড়াও আপনি ওয়েটিং কল এলার্ট সার্ভিস যেকোনো সময় বন্ধ করতে পারেন। ওয়েটিং কল এলার্ট সার্ভিস বন্ধ করার কোড #43# 

এছাড়া আপনার ফোনে ওয়েটিং কল এলার্ট সার্ভিস চালু আছে কিনা তা জানার জন্য ডায়াল করুন *#43# 

বাংলালিংক কল ব্যাক রিকোয়েস্ট করার কোড

আপনি যদি কাউকে কল ব্যাক করার জন্য অনুরোধ করতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে *126*TargetNumber#

বাংলালিংক এর কল ডাইভার্ট করার নিয়ম

যে কোন নির্দিষ্ট নাম্বারে কল ডাইভার্ট করার জন্য ডায়াল করুন *21*TargetNumber#

কল ডাইভার্ট সার্ভিসটি বন্ধ করার জন্য ডায়াল করুন #21#

কোন নাম্বারে ছাড়াও সকল ধরনের কল ডাইভার্ট করার জন্য ডায়াল করুন *21*770# (কোন নাম্বার ছাড়া)

কল ডাইভার্ট সার্ভিসটি বন্ধ করার জন্য ডায়াল করুন #21#

বাংলালিংক সিমের ইন্টারনেট কনফিগারেশন কোড

বাংলালিংক সিমের ইন্টারনেট কনফিগারেশন এর জন্য মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALL এবং পাঠিয়ে দিন 3343 নম্বরে।

বাংলালিংকের প্রমোশনাল এসএমএস বন্ধ করার কোড

আপনার অজান্তে যদি কোন প্রমোশনাল কোড চালু হয়ে যায় এবং আপনার ব্যালেন্স থেকে যদি অযথা টাকা কাটে তাহলে আপনি মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OFF এবং পাঠিয়ে দিন 6121 নম্বরে (ফ্রী)

বাংলালিংকের মিসকল এলার্ট সার্ভিস চালু এবং বন্ধ করার কোড

বাংলালিংক সিমের মিসকল এলার্ট চালু করার জন্য ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন START এবং পাঠিয়ে দিন 622 নম্বরে।

মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করার জন্য ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন STOP এবং সেটি পাঠিয়ে দিন 622 নম্বরে।


ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। আশাকরছি বাংলালিংকের সকল প্রকার কোষ সম্পর্কে আপনি জানতে পেরেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url