15000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন-২০২২ | best gaming phone under 15000
টেকনোলজির উন্নয়নের সাথে সাথে মোবাইল ফোনের RAM, প্রসেসর এবং হার্ডওয়ারের অনেক উন্নতি হয়েছে।
আমরা অনেকেই ফ্রী ফায়ার এবং পাবজি গেম খেলার জন্য ভালো মোবাইল কিনতে চাই কিন্তু বুঝতে পারিনা কোন ফোনটি আমাদের জন্য ভালো হবে। ভিডিও এডিটিং এর জন্যও এই ফোনগুলো ভালো হবে।
আবার অনেকেই আছে যাদের বাজেট স্বল্প এবং এই স্বল্প বাজেটের মধ্যে তারা একটা ভালো মানের গেমিং ফোন কিনতে চাই।
আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে পনের হাজার টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় এমন কিছু জনপ্রিয় গেমিং ফোন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিব।
এখানে 15000 টাকার মধ্যে যে ফোন গুলোর কথা বলা হয়েছে, সেগুলো আমরা নিচের কতগুলো বিষয় এর উপর ভিত্তি করে নির্বাচন করেছি।
- ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি।
- সেন্সর: Gyroscope sensors
- ডিসপ্লে রেজুলেশন ফুল এইচডি ।
- RAM: মিনিমাম 4 GB ।
- Storage: মিনিমাম 64 GB ।
- ব্যাটারি এম্পিয়ার মিনিমাম 5000 mAh এবং 18 ওয়াট এর ফাস্ট চার্জার।
গেমিং ফোন নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনারা প্রাধান্য দেবেন সেগুলো হলো, প্রথমেই দেখে নেবেন ফোনটির চিপসেট কোন ব্র্যান্ডের।
ভালো চিপসেট এবং RAM, ROM যদি যথেষ্ট পরিমাণে ভালো দেওয়া থাকে তাহলে অবশ্যই ফোনটা ভাল পারফর্ম করবে।
গেমিং ফোন কেনার সময় আরও যে বিষয়টা মাথায় রাখবেন সেটি হল ফোনের ব্যাটারি কত মিলি এম্পিয়ার দেওয়া আছে।
কারণ গেম খেলতে গেলে হাই রেজুলেশনের গ্রাফিক্স এর জন্য ফোনের উপর অতিরিক্ত প্রেসার পড়ে এবং এজন্য চার্জ একটু বেশি তাড়াতাড়ি শেষ হয়।
তাই গেমিং ফোন কেনার ক্ষেত্রে যে ফোনের ব্যাটারির এম্পিয়ার বেশি দেওয়া থাকবে এবং সাথে একটা ফাস্ট চার্জার দেওয়া থাকবে সেটাই ভালো হবে।
কারণ ব্যাটারী শেষ হয়ে গেলে আপনি দ্রুত আবার চার্জ করে নিতে পারবেন।
উল্লেখিত ক্রাইটেরিয়ার সাথে মিল রেখে বাংলাদেশে পাওয়া যায় 15000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
তাহলে চলুন 15000 টাকার মধ্যে বাংলাদেশ অ্যাভেলেবল ভালো মানের গেমিং ফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।
আপনাদের কাছে অনুরোধ রইল লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।
Realme Narzo 30A
প্রথম যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো Realme Narzo 30A ফোনটি দেখতে খুবই সুন্দর করা হয়েছে। ফোনটিতে স্টাইল হিসেবে দেওয়া হয়েছে Minimal Notch ডিসপ্লে।
যদিও ফোনটি এর বডি প্লাষ্টিক তবুও ফোনের সামনে দেওয়া হয়েছে গ্লাস প্রটেক্টর। ফোনটি বাংলাদেশের বাজারে Laser Black এবং Laser Blue দুইটি কালার এভেইলেবেল আছে।
ফোনটিতে রয়েছে দুর্দান্ত 6000 মিলি এম্পিয়ারের non-removable ব্যাটারি। এছাড়াও ব্যাটারি চার্জিং এর জন্য দেওয়া হয়েছে 18W এর ফাস্ট চার্জার।
অনেকের কাছে ফোনটা একটু পুরু মনে হতে পারে। ফোনটির ডাইমেনশন হচ্ছে 164.5 x 75.9 x 9.8 millimeters
এই ফোনটিতে আরো যে সকল ফিচার থাকছে
- ফোনটির দাম: 12,990 4/64 GB
- ব্যাটারি ক্যাপাসিটি: 6000 mAh
- ডিসপ্লে সাইজ: 6.5 inches
- ক্যামেরা ব্যাক: Dual 13+2 Megapixel
- ক্যামেরা ফ্রন্ট: 8 Megapixel
- চিপসেট: Mediatek Helio G85 (12 nm)
- প্রসেসর: Octa core, up to 2.0 GHz
- RAM: 4 GB
- ROM: 64 GB
Infinix Note 8i
15,000 টাকা বাজেটের মধ্যে অন্যতম একটা সেরা গেমিং ফোন Infinix Note 8i ফোনটি পাওয়া যাচ্ছে Gray, Blue এবং Green তিনটি কালারে।ফোনটির স্টাইলিশ এর কথা যদি বলা হয় তাহলে ফোনটিতে রয়েছে Punch-hole টাইপ ডিসপ্লে। যেটি দেখতে খুবই সুন্দর দেখায়।
ফোনটির বিল্ড মেটেরিয়াল হিসেবে প্লাস্টিক বডি এবং সামনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস।
ফোনটির ডাইমেনশন দেওয়া হয়েছে 171.4 x 77.7 x 8.9 মিলিমিটার। এবং ফোনের ডিসপ্লের হাই রেজুলেশনের এইচডি প্লাস ডিসপ্লে।
ফোনটিতে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিল্লা গ্লাস ব্যবহার করা হয়েছে। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে লক বাটন এর সাথে সাইড মাউন্টেড।
ফোনটি খুব স্টাইলিশ এবং আকর্ষণীয় তৈরি করার পাশাপাশি ফোনটিতে গেমিং পারফরম্যান্স খুবই ভালো পাওয়া যায়।
ফোনটির দাম যদিও 15000 টাকা থেকে একটু বেশি তবুও এইটুকু বেশি দিয়ে ফোনটা কিনলে আশা করি আপনি ঠকবেন না।
- ফোনটির দাম: 14,990
- ব্যাটারি ক্যাপাসিটি: 5200 mAh
- ডিসপ্লে সাইজ: 6.78 inches
- ক্যামেরা ব্যাক: Quad 48+2+2+2 Megapixel
- ক্যামেরা ফ্রন্ট: 8 Megapixel
- চিপসেট: Mediatek Helio G80 (12 nm)
- প্রসেসর: Octa core, up to 2.0 GHz
- RAM: 6 GB
- ROM: 128 GB
Xiaomi Poco M2
আমরা সবাই জানি যে Xiaomi ফোনের ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো। শাওমি মোবাইল ব্র্যান্ড মার্কেটে বেশ জনপ্রিয়তা সাথে রাজ করছে। শাওমি মোবাইল ব্র্যান্ড অনেক সফলতা লাভ করেছেন। ১৫০০০ টাকার মধ্যে ভালো মানের পাবজি খেলার অফিশিয়াল ফোন।ফোনটি তিনটি কালার এভেইলেবেল Brick Red, Pitch Black, Slate Blue এবং ফোনের ডিসপ্লে স্টিল করা হয়েছে Minimal Notch।
ফোনটিতে গরিলা গ্লাস থ্রি প্রোটেকশন দেওয়া হয়েছে এবং ফোনের বিল্ট মেটেরিয়াল হিসেবে প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে।
ফোনটি লম্বায় 163.3 millimeters ফোনটির চওড়া 77 millimeters এবং ফোনটি পুরুত্ব মিলিমিটার 9.1 millimeters. ফোনটি দেখতে কিছুটা পুরু হতে পারে।
ফোনটি 18 ওয়াট ফাস্ট চার্জিং ক্যাপাবল কিন্তু ফোনটির সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।
যদিও ফোনটির দাম 15000 থেকে একটু বেশি তবে ফোনটির ফিচার বিবেচনায় দামটা কিছুই না।
এই ফোনটিতে আরো যে সকল ফিচার থাকছে
- ফোনটির দাম: 15,999 6/64 GB
- ব্যাটারি ক্যাপাসিটি: 6000 mAh
- ডিসপ্লে সাইজ: 6.53 inches
- ক্যামেরা ব্যাক: Quad 13+8+5+2 Megapixel
- ক্যামেরা ফ্রন্ট: 8 Megapixel
- চিপসেট: Mediatek Helio G80 (12 nm)
- প্রসেসর: Octa core, up to 2.0 GHz
- RAM: 4 GB
- ROM: 64 GB
Oppo A15s
- ফোনটির দাম: 12,990
- ব্যাটারি ক্যাপাসিটি: 5000mAh
- ডিসপ্লে সাইজ: 6.5 inches
- ক্যামেরা ব্যাক: Triple 13+2+2 Megapixel
- ক্যামেরা ফ্রন্ট: 8 Megapixel
- চিপসেট: Mediatek Helio P35 (12nm)
- প্রসেসর: Octa core, up to 2.35 GHz
- RAM: 4 GB
- ROM: 64 GB
Realme Narzo 50i
- ফোনটির দাম: 10,990 4/64 GB
- ব্যাটারি ক্যাপাসিটি: 5000mAh
- ডিসপ্লে সাইজ: 6.5 inches
- ক্যামেরা ব্যাক: 8 Megapixel
- ক্যামেরা ফ্রন্ট: 5 Megapixel
- চিপসেট: MediaTek Helio G35 (12 nm)
- প্রসেসর: Octa core, up to 1.6 GHz
- RAM: 4 GB
- ROM: 64 GB
বোনাস টিপসঃ
Tecno Camon 17P
- ফোনটির দাম: 18,990
- ব্যাটারি ক্যাপাসিটি: 5000mAh
- ডিসপ্লে সাইজ: 6.8 inches
- ক্যামেরা ব্যাক: Quad 64+2+2 Megapixel + AI Lens
- ক্যামেরা ফ্রন্ট: 16 Megapixel
- চিপসেট: Mediatek Helio G85 (12 nm)
- প্রসেসর: Octa-core, 2 GHz
- RAM: 6 GB
- ROM: 128 GB