১৪২৮ সালের ব্যক্তিগত রাশিফল (বৃষ রাশি)
![]() |
১৪২৮ সালের ব্যক্তিগত রাশিফল (বৃষ রাশি) |
বৃষ রাশি (Taurus)
এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এ রাশির ব্যক্তিরা সাধারণত সুন্দর্যের পূজারী ও শিল্পরসিক হয়ে থাকে। এরা মনেপ্রাণে সর্বদা উচ্চ ভাবসম্পন্ন। গ্রহসন্নিবেশ অনুযায়ী এ বছর একাধিকবার পারিবারিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়। এ বছর শত্রুপক্ষের কার্যকলাপের কারণে বিব্রত হতে পারেন। আত্মীয়দের সাথে সাময়িক কিছু সমস্যা হলেও সম্পর্কহানির সম্ভাবনা দেখা যায় না। পারিপার্শ্বিক ক্ষেত্রে যথেষ্ট সহযােগিতা লাভের সম্ভাবনা দেখা যায়। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যায় গুরুজনদের সঙ্গে একাধিকবার মতবিরােধের সম্ভাবনা দেখা যায়। এ বছর আর্থিক সুফললাভের সম্ভাবনা দেখা যায়। একাধিক সূত্রে অর্থের সমাগম ঘটতে পারে। নতুন লগ্নিতে সুফল লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে উন্নতির সুযােগ আসবে। কর্মপ্রার্থীদের আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা। ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে হবে। বহুদিনের প্রতীক্ষিত সুসংবাদপ্রাপ্তির সম্ভাবনা।দেহভাব- এ বছর শারীরিক দিক দিয়ে একাধিকবার সমস্যার সৃষ্টি হতে পারে। পুরাতন রােগবৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। চর্ম, বক্ষপীড়ার সম্ভাবনা দেখা যায়। শারীরিক কারণে অর্থক্ষতির সম্ভাবনা দেখা যায়। মাইগ্রেন সংক্রান্ত পীড়ার সম্ভাবনা দেখা যায়।
শিক্ষা- এ বছর বিদ্যালাভে আশানুরূপ ফল লাভের সম্ভাবনা আছে। কারিগরি শিক্ষায় বিশেষ সুফলপ্রদ। উচ্চশিক্ষায় আশানুরূপ ফল লাভের সম্ভাবনা। বিজ্ঞান বিষয়ে শিক্ষার সফলতার সুযােগ আসবে।
ধনভাব- আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযােগ এলেও মাঝেমাঝে অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা দেখা যায়। একাধিক সূত্রে অর্থলাভের সুযােগ আসবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থলাভের সম্ভাবনা।
সম্পত্তি, চাকুরি ও ব্যবসা- এ বছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে। পূর্বের কোনাে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বিরােধের সৃষ্টি হতে পারে। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে লগ্নি করলে লাভবান হওয়ার সুযােগ আসবে। কর্মরতদের পক্ষে অনেকাংশে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। কর্মপ্রার্থীদের কর্মলাভের ক্ষেত্রে আশানুরূপ সুযােগ আসবে। কারিগরি কর্মের ক্ষেত্রে বিশেষ সুফল লাভের সুযােগ আসতে পারে। ব্যবসায়ীদের পক্ষে সুফলপ্রদ হলেও মাঝেমাঝে সঠিক সিদ্ধান্তের অভাবে ক্ষতির আশঙ্কা দেখা যায়। রাসায়ণিক দ্রব্য, যন্ত্রাংশের ব্যবসায়ীদের অনেকাংশে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। অংশীদারি ব্যবসায়ীদের অংশীদারের সঙ্গে মাঝেমাঝে সাময়িক মতবিরােধের সম্ভাবনা দেখা যায়।
প্রতিকার- হীরক, গােমেদ অভাবে রূপা, লােহা অভাবে রামবাসকের মূল ও শ্বেতচন্দনের মূল ধারণে সুফল লাভ হবে।
Related Search Tags: বৃষ রাশি বৈশিষ্ট্য,বৃষ রাশি কেমন,বৃষ রাশি ২০২১ কেমন যাবে,বৃষ রাশি 2021,বৃষ,রাশির পুরুষ,বৃষ রাশি in english,বৃষ রাশি ১৪২৮ কেমন যাবে,বৃষ রাশির ভাগ্য