১৪২৮ সালের ব্যক্তিগত রাশিফল (সিংহ রাশি)
![]() |
১৪২৮ সালের ব্যক্তিগত রাশিফল (সিংহ রাশি) |
সিংহ রাশি
রাশিচক্রের পঞ্চম রাশি। রাশির অধিকর্তা গ্রহ রবি। রাশির জাতক জাতিকা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর প্রতিজ্ঞা রক্ষাকারী হয়ে থাকে। গ্রহসন্নিবেশ অনুযায়ী ত সিংহের জাতক জাতিকার জন্য বছরটি মিশ্র সম্ভাবনাময়। এ বছর সামগ্রিক পরিস্থিতি মাঝেমাঝে প্রতিকূল হওয়ার সম্ভাবনা দেখা যায়। গুরুজনদের স্বাস্থ্যের বিষয় চিন্তার কারণ হতে পারে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভাবনা দেখা যায়। পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রভাব অনেকাংশে খর্ব হওয়ার সম্ভাবনা দেখা যায়। রাজনৈতিক ক্ষেত্রে বিরুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়। শত্রুরা প্রবল হলেও নিজের বুদ্ধিবলে স্বপক্ষে আনার সুযােগ আসবে। বিদ্যায় সুফল লাভের সুযােগ আসবে। বিবাহের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। সন্তানদের উন্নতির সুযােগ আসবে। বিশেষত তাদের কর্মলাভের সুযােগ এসে যেতে পারে। বন্ধুদের সহযােগিতা বৃদ্ধি পাবে। কোনাে প্রভাবশালী ব্যক্তির সহযােগিতায় অচলাবস্থা থেকে মুক্তির সুযােগ আসবে। আর্থিক ক্ষেত্রে অনেকাংশে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। এ বছর ভ্রমণ সুখকর নাও হতে পারে।দেহভাব- এ বছর স্বাস্থ্য মােটামুটি শুভফলদায়ক তবে পুরাতন রােগবৃদ্ধির সম্ভাবনা আছে। বিশেষত পেটের রােগে কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়।
শিক্ষা- এ বছর শিক্ষা ক্ষেত্রে শুভফলদায়ক। উচ্চশিক্ষায় এবং গবেষণায় যুক্তদের আশানুরূপ ফল লাভের সম্ভাবনা দেখা যায়। প্রতিযােগিতামূলক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা দেখা যায়।
ধনভাব- এ বছর আর্থিক দিক দিয়ে অনেকাংশে সফলতা আসবে। পুরাতন পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। আয় ব্যয়ের সঙ্গে সমতা থাকবে। একাধিক সূত্রে আয়ের যােগ দেখা যায়।
সম্পত্তি, চাকুরি ও ব্যবসা- এ বছর সম্পত্তি সংক্রান্ত সমস্যা অনেকাংশে মিটে যাওয়ার সম্ভাবনা। অংশীদারি সম্পত্তির ব্যাপারে অংশীদারের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যায়। এ বছর কর্মক্ষেত্র শুভপ্রদ। কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা দেখা যায়। চাকুরিরতদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের সফলতার সম্ভাবনা। ছােট। ব্যবসায়ীদের উন্নতির সুযােগ আসবে। নতুন লগ্নিতে সফলতা আসবে। ইমারতি ব্যবসায়ীদের অনেকাংশে সফলতার যােগ। পেশাগতভাবে যুক্তরা সতর্ক থাকলে উন্নতির সম্ভাবনা দেখা যায়।
প্রতিকার- প্রবাল, পােখরাজ অভাবে স্বর্ণ, তাম্র অভাবে অনন্ত মূল ও বামনহাটির মূল ধারণে সুফল লাভ হবে।
Retated Search Tags: সিংহ রাশি বৈশিষ্ট্য,সিংহ রাশি 2021,আজ সিংহ রাশি,সিংহ রাশি প্রেম,সিংহ রাশি মাসিক রাশিফল,সিংহ রাশি ২০২১ কেমন যাবে,সিংহ রাশি 1428,সিংহ রাশির ভাগ্য