আসন্ন ঈদুল ফিতরের সময়সূচী দিন পঞ্জিকা অনুসারে eid ul fitr 2021
আসন্ন ঈদুল ফিতরের সময়সূচী দিন পঞ্জিকা অনুসারে
![]() |
আসন্ন ঈদুল ফিতরের সময়সূচী দিন পঞ্জিকা অনুসারে eid ul fitr 2021 |
পূৰ্ব্বদিনে উল্লিখিত রাশির চন্দ্ৰশুদ্ধি, অপরাহ্ন ঘ ৫/৪৫/২৩ গতে মেষ বৃষ মিথুন সিংহ কন্যা তুলা ধনু মকর ও কুম্ভরাশির চন্দ্রশুদ্ধি এবং কন্যারাশির ঘাতচন্দ্র। পূৰ্ব্বদিনে উল্লিখিত নক্ষত্রের তারাশুদ্ধি। জন্মে বৃষরাশি শূদ্ৰবৰ্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টোত্তরী রবির ও বিংশােত্তরী মঙ্গলের দশা, অপরাহ্ন ঘ ৫/৪৫/২৩ গতে মিথুনরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্ৰবৰ্ণ। মৃতে দোষ নাস্তি। যােগিনী অগ্নিকোণে যাত্রা শুভ পশ্চিমে নাস্তি, রাত্রি ঘ ২/০৯/৫১ গতে অগ্নিকোণে ঈশানেও নাস্তি, রাত্রি ঘ ৩/৪৯/৫ গতে যাত্রা নাস্তি নিরংশত্তদোষ। শুভকর্ম দীক্ষা। বিবিধপটোল অভক্ষ্য। বারবেলা দিবা ঘ ৮/৪৬/২১ গতে ১০/২৪/৩৫ মধ্যে। কালবেলা দিবা ঘ ১০/২৪/৩৫ গতে ১২/০২/৪৯ মধ্যে। কালরাত্রি ঘ ৯/১৯/১৭ গতে ১০/৪১/৩ মধ্যে। কুলিকবেলা দিবা ঘ ৮/০৭/৩ গতে ৮/৫৯/২৭ মধ্যে। কুলিকরাত্রি ঘ ৮/০২/৫৮ গতে ৮/৪৬/৩৫ মধ্যে।
তৃতীয়ার একোৰ্দিষ্ট ও সপিণ্ডন । মাহেন্দ্রযােগ রাত্রি ঘ ১০/৫৭ গতে ১১/৪১ মধ্যে ও ৪/০৬ গতে ৫/৩২ মধ্যে। অমৃতযােগ দিবা ঘ ৭/১৮ মধ্যে ও ৮/১০ গতে ১০/৪৬ মধ্যে ও ১/২২ গতে ৩/০৪। মধ্যে ও ৪/৪৮ গতে ৬/৬ মধ্যে। রাত্রি ঘ ৫ ৮/০ গতে ৯/২৮ মধ্যে ও ৩/২৩ গতে ৪/০৭মধ্যে।
অক্ষয়তৃতীয়াব্রতম। মানদানে অক্ষয়। পুণ্যফল। সত্যযুগাদ্যা স্নানদানাদি ও অনধ্যায়ঃ। কেদারন্দ্রী যাত্রা। ভােজ্য সহিত জলপূর্ণ ঘটদানে সূৰ্য্যলােক গমনং ফলম। শিব-গঙ্গা- কৈলাস-হিমালয়-ভগীরথ পূজা, যবৈহেঁামাে বিষ্ণুপূজা, ব্রাহ্মণেভ্যো যবদানঞ্চ।
শ্রীশ্রীকৃষ্ণের চন্দনযাত্রা। শ্রীশ্রীধূমাবতী। দেবীর আবির্ভাব। শ্রীশ্রীপরাম জয়ন্তী।
*** শ্রীশ্রীপরশুরাম দেবের আবির্ভাব। জৈন ৩০ বৈশাখ, বাংলাদেশ ৩১ বৈশাখ, শুক্রবার ঈদ-উল-ফিতর ।ধর্মাবলম্বীদের বর্ষিতপ পর্ব সমাপন।
মুসলিম পর্ব ঈদ-উল-ফিতর (চাঁদ দেখার উপর নির্ভরশীল) ১৪ মে সাহিত্যিক শওকত ওসমানের মৃত্যু দিবস। বিষ্ণুপদী সংক্রান্তিঃ-অদ্য রাত্রিশেষার্ধে সূৰ্য্য সংক্রমণাৎ পরদিবা পূৰ্বাৰ্দ্ধং পুণ্যম্। মৃদুগণে সংক্রমণাৎ মন্দাকিনী সংক্রান্তিরিয়ম্। গ্রহস্কুটের নক্ষত্রসংখ্যা-র ৩, চং ৫, মং ৬, বু ৪, বৃ ২৪, শু শওকত ওসমান ।
জ্যোতিষ চন্দ্র জ্ঞান প্রকাশ ৪, শ ২২, রা ৪, কে ১৮।