৩১ বৈশাখ, বাংলাদেশ ১ জ্যৈষ্ঠ, ইং ১৫ মে, হিঃ ২ শাওয়াল।Daily Bengali Horoscopes 14 May

৩১ বৈশাখ, বাংলাদেশ ১ জ্যৈষ্ঠ, ইং ১৫ মে, হিঃ ২ শাওয়াল।
৩১ বৈশাখ, বাংলাদেশ ১ জ্যৈষ্ঠ, ইং ১৫ মে, হিঃ ২ শাওয়াল।

৩১ বৈশাখ, বাংলাদেশ ১ জ্যৈষ্ঠ, ইং ১৫ মে, হিঃ ২ শাওয়াল। 

বৃষ দং ০/২/৫৮ গতে উদয়, বৃশ্চিক দং ০/৫/৫২ বিঃ গতে অস্ত। ইং ঘণ্টা ৫/২৯/২১ গতে সূর্যোদয়, ৬/৩৬/১৭ সেঃ গতে সূর্যাস্ত। চন্দ্রোদয় দিবা ঘ ৭/৫০, চন্দ্রাস্ত রাত্রি ঘ ৯/৪৯।

শনিবার, তৃতীয়া তিথি দং ০/৪১/১৮ প্রাতঃ ঘ ৫/৪৫/৫২ পর্যন্ত তারপর চতুর্থী আরম্ভ। মৃগশিরানক্ষত্র দং ৩/২৯/৫৩ দিবা ঘ ৬/৫৩/১৮ পর্যন্ত। ধৃতিযােগ দং ৪৮/১২/৪৮ রাত্রি ঘ ১২/৪৬/২৮, গরকরণ প্রাতঃ, ঘ ৫/৪৫/৫২ গতে বণিজকরণ সন্ধ্যা ঘ ৬/২৫/১৩ গতে বিষ্টিকরণ। পূর্বদিনে উল্লিখিত রাশির চন্দ্রশুদ্ধি, পূর্বদিনে উল্লিখিত নক্ষত্রের তারাশুদ্ধি, দিবা ঘ ৬/৫৩/১৮ গতে ১/৩/৫/৭/৮/১০/১২/১৪/১৬/১৭/১৯/২১/২৩/২৫/২৬ নক্ষত্রের তারাশুদ্ধি।

জন্মে মিথুনরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্ৰবৰ্ণ দেবগণ। অষ্টোত্তরী রবির ও বিংশােত্তরী মঙ্গলের দশা, দিবা ঘ ৬/৫৩/১৮ গতে নরগণ। অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশােত্তরী রাহুর দশা। মৃতে দোষ—একপাদ। যােগিনী—অগ্নিকোণে, প্রাতঃ ঘ ৫/৪৫/৫২ গতে নৈঋতে।

যাত্রা নাস্তি নিরংশাদিদোষ, প্রাতঃ ঘ ৫/৪৫/৫২ গতে সিদ্ধিযােগমাত্র, দিবা ঘ ৬/৫৩/১৮ গতে নক্ষত্রাদিদোষ। শুভক দিবা ঘ ১২/০২/৪৯ মধ্যে

দীক্ষা দিবা ঘ ৭/২৪/১৬ গতে অপরাহ্ন ঘ ৪/৫৭/৫৫ মধ্যে আরােগ্যলান।

বিবিধ-প্রাতঃ ঘ ৫/৪৫/৫২ মধ্যে পটোল পরে মূলক ভক্ষণ নিষেধ।

কালবেলা দিবা ঘ ৭/০৭/৪৩ মধ্যে ও ৪/৫৭/৫৫ গতে ৬/৩৬/১৭ মধ্যে। বারবেলা দিবা ঘ১/৪১/১১ গতে ৩/১৯/৩৩ মধ্যে। কালরাত্রি ঘ ৭/৫৭/৫৫ মধ্যে ও ৪/০৭/৪৩ গতে ৫/২৮/৫০ মধ্যে।

কুলিকবেলা দিবা ঘ ৬/২১/৪৯ গতে ৭/১৪/১৬ মধ্যে। কুলিকরাত্রি ঘ ৭/১৯/৪৯ মধ্যে।

মাহেন্দ্রযােগদিবা ঘ ৬/১৮ মধ্যেও ৯/৫২ গতে ১২/৩২ মধ্যে। অমৃতযােগ দিবা ঘর ৪/০৬ গতে ৬/৩৬ মধ্যে। রাত্রি ঘ ৭/২৮ গতে ৮/১১ মধ্যে ও ১১/৪৪ গতে ১/৫২ মধ্যে ও ২৫৮ গতে ৫/২৮ মধ্যে।

চতুর্থীর একোদ্দিষ্ট ও সপিণ্ডন। বিষ্ণুপদী সংক্রান্তি ও পূৰ্ব্বদিসীয় রাত্রিশেষার্ধে সূৰ্য্য সংক্রমণাৎ অদ্য দিবা পুৰ্বাৰ্দ্ধং পুণ্যম। মৃদুগণে সংক্রমণাৎ মন্দাকিনী সংক্রান্তিরিয়ম। দিবা দং ১৬/২৩/৪০ দিবা ঘ। ১২/০২/৪৯ মধ্যে সংক্রান্তিকৃত্যং স্নানদানাদি ও অনধ্যায়ঃ। সায়ংসন্ধ্যা কাৰ্য্যা। প্রদোষে সন্ধ্যা ঘ ৬/৩৬/১৭ গতে রাত্রি ঘ ৮/১২/১৭ মধ্যে শ্রীশ্রীসত্যনারায়ন্ত্রত। শীকেশবব্রত সমাপনম্।

১৫ই মে আন্তর্জাতিক পরিবার দিবস ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব দিবস।

এহস্কুটের নক্ষত্রসংখ্যা-র ৩, চং ৫, মং ৬, বু ৪, বৃ ২৪, শু ৪', শ ২২, রা ৪, কে ১৮।


রাশির দৈনিক ফলঃ  মেষ- উত্সব। বৃষ-ভয়। মিথুন- বুদ্ধি নষ্ট। কর্কট- প্রণয়। সিংহ- উন্নতি। কন্যা- সঞ্চয়। তুলা- ধর্মকর্ম। বৃশ্চিক- শুভকার্য। ধনু- বিজয়। মকর- শীরঃপীড়া। কুম্ভ-দেহ কষ্ট। মীন- বন্ধু সমাগম।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url