২৯ বৈশাখ, বাংলাদেশ ৩০ বৈশাখ, ইং ১৩ মে, হিঃ ৩০ রমজান।Daily Bengali Horoscopes 13 May

২৯ বৈশাখ, বাংলাদেশ ৩০ বৈশাখ, ইং ১৩ মে, হিঃ ৩০ রমজান।
২৯ বৈশাখ, বাংলাদেশ ৩০ বৈশাখ, ইং ১৩ মে, হিঃ ৩০ রমজান।

২৯ বৈশাখ, বাংলাদেশ ৩০ বৈশাখ, ইং ১৩ মে, হিঃ ৩০ রমজান। 

মেষ দং ৩/৫৬/৪০ গতে উদয়, তুলা দং ৫/১৯/২৪ বিঃ গতে অস্ত। ইং ঘণ্টা ৫/৩০/২৫ গতে সূর্যোদয়, ৬/৩৫/১৩ সেঃ গতে সূর্যাস্ত। চন্দ্রোদয় দিবা ঘ ৬/২২, চন্দ্রাস্ত রাত্রি ঘ ৮/০৩।

বৃহস্পতিবার, দ্বিতীয়া তিথি দং ৫৬/২৭/১০ রাত্রি ঘ ৪/০৫/১৭ পর্যন্ত। তারপর তৃতীয়া আরম্ভ। রােহিণীনক্ষত্র দং ৫৭/৪৭/৩৯, শেষরাত্রি ঘর ৪/৩৭/২৯ পর্যন্ত। অতিগণ্ডযােগ দং ৪৬/৫০/২৮ রাত্রি ঘ ১২/১৪/৩৬, বালবকরণ দিবা ঘ ৩/০৬/৩৮ গতে কৌলবকরণ রাত্রি ঘ ৪/০৫/১৭ গতে তৈতিলকরণ।

পূর্বদিনে উল্লিখিত রাশির চন্দ্রশুদ্ধি। পূৰ্ব্বদিনে উল্লিখিত নক্ষত্রের তারাশুদ্ধি, শেষরাত্রি ঘ ৪/৩৭/২৯ গতে ২/৪/৬/৭/৯/১১/১৩/১৫/১৬/১৮/ ২০/২২/২৪/২৫/২৭ নক্ষত্রের তারাশুদ্ধি। জন্মে বৃষরাশি শূদ্ৰবৰ্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টোত্তরী রবির ও বিংশােত্তরী চন্দ্রের দশা, শেষরাত্রি ঘ ৪/৩৭/২৯ গতে দেবগণ বিংশােত্তরী মঙ্গলের দশা।

মৃতে- দোষ-একপাদ, রাত্রি ঘ ৪/০৫/১৭ গতে নাস্তি। যােগিনী উত্তরে, রাত্রি ঘ ৪/০৫/১৭ গতে, অগ্নিকোণে।

যাত্রা- মধ্যম দক্ষিণে ও পশ্চিমে নাস্তি, রাত্রি ঘ ১/২৪/৪৩ গতে। উত্তরেও নাস্তি, রাত্রি ঘ ৪/০৫/১৭ গতে তিথ্যমৃতযােগ মাত্র দক্ষিণে ওর পশ্চিমে নাস্তি, শেষরাত্রি ঘ ৪/৩৭/২৯ গতে মাত্র দক্ষিণে নাস্তি।

শুভকর্ম-গর্ভাধান, দিবা ঘ ৩/১৯/১ মধ্যে গাত্রহরিদ্রা অব্যুঢ়াঁন্ন পুংসবন সীমন্তোন্নয়ন সাধভক্ষণ নামকরণ নিষ্ক্রামণ মুখ্যান্নপ্রাশন নববস্ত্রপরিধান নবশয্যাসনাপভােগ দেবতাগঠন বিপণ্যারম্ভ পুণ্যাহ রাজদর্শন নাট্যারম্ভ ঔষধকরণ ও সেবন গ্রহপূজা শান্তিস্বস্ত্যয়নাদি হলপ্রবাহ বীজবপন বৃক্ষাদিরােপণ ধান্যরােপণ ধান্যস্থাপন ঋণগ্রহণ নবান্ন যবশ্রাদ্ধ শিল্পারম্ভ ধানমর্দন বাহনক্রয়বিক্রয় কমপিউটার নির্মাণ ও চালন। বিবিধ রাত্রি ঘ ৪/০৫/১৭ মধ্যে বৃহতী পরে পটোল ভক্ষণ নিষেধ। কালবেলা দিবা ঘ ৩/১৯/১ গতে ৪/৫৭/৭ মধ্যে। 
বারবেলা দিবা ঘ ৪/৫৭/৭ গতে ৬/৩৫/১৩ মধ্যে। কালরাত্রি ঘ ১২/০২/৪৯ গতে ১/২৪/৪৩ মধ্যে। কুলিকবেলা দিবা ঘ ৯/৫২/১ গতে ১০/৪৪/২০ মধ্যে। কুলিকরাত্রি ঘ ৯/২৯/৫৬ গতে ১০/১৩/৩৭ মধ্যে। দ্বিতীয়ার একোদ্দিষ্ট ও সপিণ্ডন। | মাহেন্দ্রযােগ দিবা ঘ ৭/১৬ মধ্যে ও ১০/৪৬ গতে ১/২০ মধ্যে। অমৃতযােগ-রাত্রি ঘ ১/১০ গতে ৩/২০ মধ্যে। দং ৫০/৫৭, রাত্রি ঘ ১/৫৩/১৩ গতে অকাল নিবৃত্তিঃ।

সুকান্ত ভট্টাচার্য।


১৩ মে কবি সুকান্ত ভট্টাচার্য্যের তিরােধান দিবস।

গ্রহস্কুটের নক্ষত্রসংখ্যা-র ৩, চং ৪, মং ৬, বু ৪, বৃ ২৪, শু ৪, শ ২২, রা ৪, কে ১৮।


রাশির দৈনিক ফলঃ মেষ- ভয়। বৃষ- শক্রতা। মিথুন- উন্নতি। কৰ্কট- কাৰ্য্য নষ্ট। সিংহ- অপব্যয়। কন্যা- অস্ত্রাঘাৎ। তুলা- ধর্ম কর্ম। বৃশ্চিক- আরােগ্য। ধনু- অগ্নিভয়। মকর- বিলাস। কুম্ভ- আয়। মীন- শত্রু ভয়।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url