২৭ বৈশাখ, বাংলাদেশ ২৮ বৈশাখ, ইং ১১ মে, হিঃ ২৮ রমজান।Daily Bengali Horoscopes 11 May

২৭ বৈশাখ, বাংলাদেশ ২৮ বৈশাখ, ইং ১১ মে, হিঃ ২৮ রমজান।
২৭ বৈশাখ, বাংলাদেশ ২৮ বৈশাখ, ইং ১১ মে, হিঃ ২৮ রমজান।

২৭ বৈশাখ, বাংলাদেশ ২৮ বৈশাখ, ইং ১১ মে, হিঃ ২৮ রমজান। 

মেষ দং ৩/৪০/২৭ গতে উদয়, তুলা দং ৪/৫৭/৪৬ বিঃ গতে অস্ত। ইং ঘণ্টা ৫/৩১/৩২ গতে সূর্যোদয়, ৬/৩৪/১২ সেঃ গতে সূর্যাস্ত। চন্দ্ৰাস্ত সন্ধ্যা ঘ ৬/১৮। 

মঙ্গলবার, অমাবস্যা তিথি দং ৪৬/২৩/২৪ রাত্রি ঘ ১২/০৪/৫৪ পর্যন্ত। তারপর প্রতিপদ আরম্ভ। ভরণীনক্ষত্র দং ৪৪/৫৪/২২ রাত্রি ঘ ১১/২৯/১৭ পর্যন্ত। সৌভাগ্যযােগ দং ৪৩/৪৩/১৪ রাত্রি ঘ ১১/0/৫০ চতুষ্পদকরণ দিবা ঘ ১১/০৫/১১ গতে নাগকরণ রাত্রি ঘ ১২/০৪/৫৪ গতে কিছুকরণ।

পূৰ্বদিনে উল্লিখিত রাশির চন্দ্ৰশুদ্ধি, রাত্রি ঘ ১২/০৪/৫৪ গতে মেষ মিথুন কর্কট সিংহ তুলা বৃশ্চিক ধনুঃ কুম্ভ ও মীনরাশির চন্দ্ৰশুদ্ধি, মেষরাশির ঘাতচন্দ্র। পূৰ্ব্বদিনে উল্লিখিত নক্ষত্রের তারাশুদ্ধি, রাত্রি ঘ ১১/২৯/১৭ গতে ২/৪/৫/৭/৯/১১/১৩/১৪/১৬/১৮/২০/২২/২৩/২৫/২৭ নক্ষত্রের তারাশুদ্ধি। 

জন্মে-মেষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে ক্ষত্রিয়বর্ণ নরগণ অষ্টোত্তরী ও “বিংশােত্তরী রবির দশা। 

মৃতে দোষ একপাদ, রাত্রি ঘ ১১/২৯/১৭ গত ত্রিপাদ। যােগিনী ঈশানে, রাত্রি ঘ ১২/০৪/৫৪ গতে, পূর্বে।

যাত্রা নাস্তি তিথ্যাদিদোষ, রাত্রি ঘ ১১/২৯/১৭ গতে নক্ষত্রামৃতযােগ যাত্রা। শুভ উত্তরে ঈশানে ও বায়ুকোণে নাস্তি, রাত্রি ঘ ১২/০৪/৫৪ গতে মৃতযােগ মাত্র উত্তরে নাস্তি। শুভকর্ম নাস্তি। বিবিধ রাত্রি ঘ ১২/০৪/৫৪ মধ্যে স্ত্রী তৈল মৎস্য মাংসাদি সম্ভোগ নিষেধ পরে কুণ্ড ভক্ষণ নিষেধ। ও মুখ্যচান্দ্র বৈশাখ শুক্লপক্ষ আরম্ভ।

অমাবস্যা

বারবেলা দিবা ঘ ৭/০৯/২২ গতে ৮/৪৭/১২ মধ্যে। কালবেলা দিবা ঘ ১/৪০/৪২ গতে ৩/১৮/৩২ মধ্যে। কালরাত্রি ঘ ৭/৫৬/২২ গতে ৯/১৮/৩২ মধ্যে। কুলিকবেলা দিবা ঘ ১/২১৮ গুতে ২/১৩/১৯ মধ্যে। কুলিকরাত্রি ঘ ১২/২৪/৪৭ গতে ১/৮/৩৬ মধ্যে। অমাবস্যার একোদ্দিষ্ট ও সপিণ্ডন।

অমৃতযােগ দিবা ঘ ৮/১০ গতে ১০/৫৬ মধ্যে ও ১/২০ গতে ৩/০৬ মধ্যে ও ৩/৫৭ গতে। ৫/৪২ মধ্যে। রাত্রি ঘ ৭/২৭ মধ্যে ও ৯/৩০ গতে ১১/৪২ মধ্যে ও ১/৫২ গতে ৩/২০ মধ্যে। অমাবস্যার উপবাস ও নিশিপালন। সায়ংসন্ধ্যা নাস্তি। রাত্রি ঘ ১২/০৪/৫৪ মধ্যে গােসহশ্রীযােগঃ, গঙ্গাস্নানে সহস্ৰগােদানতুল্য ফল সমফলম। গ্রহস্কুটের নক্ষত্রসংখ্যা-র ২, চং ২, মং ৬, বু ৪, বৃ ২৪, শু ৩, শ ২২, রা ৪, কে ১৮।

রাশির দৈনিক ফলঃ মেষ-প্রাপ্তি। বৃষ-মানহানি। মিথুন-ধনহানি। কর্কট-ভ্রমণ। সিংহ-বন্ধু লাভ।কন্যা-আনন্দ। তুলা-কলহ। বৃশ্চিক-অনর্থ। ধনু-বিবাদ। মকর-অপরাধ। কুম্ভ-সুখ। মীন-শান্তি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url