২৬ বৈশাখ, বাংলাদেশ ২৭ বৈশাখ, ইং ১০ মে, হিঃ ২৭ রমজান।Daily Bengali Horoscopes 10 May
![]() |
২৬ বৈশাখ, বাংলাদেশ ২৭ বৈশাখ, ইং ১০ মে, হিঃ ২৭ রমজান। |
২৬ বৈশাখ, বাংলাদেশ ২৭ বৈশাখ, ইং ১০ মে, হিঃ ২৭ রমজান।
মেষ দং ৩/৩২/২২ গতে উদয়, তুলা দং ৪/৪৬/৫৭ বিঃ গতে অস্ত। ইং ঘণ্টা ৫/৩২/৬ গতে সূর্যোদয়, ৬/৩৩/৪২ সেঃ গতে সূর্যাস্ত। চন্দ্রান্ত দিবা ঘ ৫/২৮, চন্দ্রোদয় রাত্রি ঘ ৫/০৯।
সােমবার, চতুর্দশী তিথি দং ৪১/২৪/৫৫ রাত্রি ঘ ১০/০৬/৪ পর্যন্ত তারপর অমাবস্যা আরম্ভ। অশ্বিনীনক্ষত্র দং ৩৮/৩২/১৩ রাত্রি ঘ ৮/৫৬/৫৯ পর্যন্ত। আয়ুস্মানযােগ দং ৪২/১৬/২৫ রাত্রি ঘ ১০/২৬/৪০, বিষ্টিকরণ দিবা ঘ ৯/১৩/৪৯ গতে শকুনিকরণ রাত্রি ঘ ১০/০৬/৪ গতে চতুষ্পদকরণ। পূৰ্ব্বদিনে উল্লিখিত রাশির চন্দ্ৰশুদ্ধি। পূর্বদিনে উল্লিখিত নক্ষত্রের তারাশুদ্ধি, রাত্রি ঘ ৮/৫৬/৫৯ গতে ১/৩/৪/৬/৮/১০/১২/১৩/১৫/১৭/১৯/২১/২২/২৪/২৬ নক্ষত্রের তারাশুদ্ধি।
জন্মে-মেষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে ক্ষত্রিয়বর্ণ দেবগণ অষ্টোত্রী শুক্রের ও বিংশােস্ত্রী কেতুর দশা, রাত্রি ঘ ৮/৫৬/৫৯ গতে নরগণ বিংশােত্তরী শুত্রের দশা।
মৃতে- দোষ নাস্তি। যােগিনী পশ্চিমে, রাত্রি ঘ ১০/০৬/৪ গতে ঈশানে।
যাত্রা- শুভ নক্ষত্রামৃতযােগ পূর্বে ও দক্ষিণে নাস্তি, সন্ধ্যা ঘ ৬/৩০/৪ গতে পশ্চিমেও নাস্তি, রাত্রি ঘ ৮/৫৬/৫৯ গতে যাত্রা নাস্তি নক্ষত্রদোষ, রাত্রি ঘ ১০/০৬/৪; গতে তিথিদোষ। শুভকৰ্ম্ম নাস্তি। বিবিধ স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি সম্ভোগ; নিষেধ, রাত্রি ঘ ১০/০৬/৪ মধ্যে মাষকলাই ভক্ষণ ও প্রায়শ্চিত্ত নিষেধ।
কালবেলা দিবা ঘ ৭/০৯/৪৮ গতে ৮/৪৭/৩০ মধ্যে। বারবেলা দিবা ঘ ৩/১৮/১৮ গতে ৪/৫৬/০ মধ্যে। কালরাত্রি ঘ ১০/৪০/৩৬ গতে ১২/০২/৫৪ মধ্যে। কুলিকবেলা দিবা ঘ ৩/০৫/৬ গতে ৩/৫৭/২৩ মধ্যে। কুলিকরাত্রি ঘ ১/৫২/৩৮ গতে ২/৩৬/৩২ মধ্যে। চতুর্দশীর একোদ্দিষ্ট ও সপিণ্ডন।
যাত্রা- শুভ নক্ষত্রামৃতযােগ পূর্বে ও দক্ষিণে নাস্তি, সন্ধ্যা ঘ ৬/৩০/৪ গতে পশ্চিমেও নাস্তি, রাত্রি ঘ ৮/৫৬/৫৯ গতে যাত্রা নাস্তি নক্ষত্রদোষ, রাত্রি ঘ ১০/০৬/৪; গতে তিথিদোষ। শুভকৰ্ম্ম নাস্তি। বিবিধ স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি সম্ভোগ; নিষেধ, রাত্রি ঘ ১০/০৬/৪ মধ্যে মাষকলাই ভক্ষণ ও প্রায়শ্চিত্ত নিষেধ।
কালবেলা দিবা ঘ ৭/০৯/৪৮ গতে ৮/৪৭/৩০ মধ্যে। বারবেলা দিবা ঘ ৩/১৮/১৮ গতে ৪/৫৬/০ মধ্যে। কালরাত্রি ঘ ১০/৪০/৩৬ গতে ১২/০২/৫৪ মধ্যে। কুলিকবেলা দিবা ঘ ৩/০৫/৬ গতে ৩/৫৭/২৩ মধ্যে। কুলিকরাত্রি ঘ ১/৫২/৩৮ গতে ২/৩৬/৩২ মধ্যে। চতুর্দশীর একোদ্দিষ্ট ও সপিণ্ডন।
মাহেন্দ্রযােগ দিবা ঘ ৩/৫৮ গতে ৫/৪৩ মধ্যে। অমৃতযােগ দিবা ঘ ৭/১৫ মধ্যে ও ১০/৪৪ গতে ১/২১ মধ্যে। রাত্রি ঘ ৭/২০ গতে ৯/৩০ মধ্যে ও ১১/৪২ গতে ২/৩৪ মধ্যে। রাত্রি ঘ ১০/০৬/৪ গতে অক্ষয়া (মৌনী) গঙ্গাস্নানদানাদি। রাত্রি ঘ ৩/৫৫/৩২ গতে পরারুণােদয়ে করতােয়ান্নানে বহুশত সূর্যগ্রহণকালীন মানজন্য ফল সমফল।
মানমন্ত্রঃ-“করতােয়ে সদানীরে সরিচ্ছেষ্ঠে সুবিতে। পৌন্ড্রাণ প্লাবয়সে নিত্যং পাপং শ্রীশ্রীমৎ স্বামী অতুলানন্দ পুরী মহারাজ। হরকরােড়বে।” (উদয়াৎ প্রাক্ চতস্তু নাড়িকা অরুণােদয়ঃ)।
১০ই মে খ্যাতনামা সাহিত্যিক প্রমথনাথ বিশীর তিরােধান দিবস।
মুসলিম পর্ব শাবিকদর।
গ্রহস্কুটের নক্ষত্রসংখ্যা-র ২, চং ১, মং ৬, বু৪, ২৪, ৩, শ ২২, রা ৪, কে ১৮।
উৎসবঃ
১। “জয় রাধে রাধে প্রতিবছর ২৬ শে বৈশাখ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার মহাদেবপুরে শ্রীশ্রী জগন্নাথ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী ঋষি অতুলানন্দপুরী মহারাজের তিরােধান দিবস উপলক্ষ্যে বহু ভক্তের সমাগম হয়।
২। শ্রীশ্রী ১০৮ পরমহংস শ্রীমৎ স্বামী ভােলানন্দ গিরিজী মহারাজের তিরােভাব উপলক্ষ্যে চৈত্রের কৃষ্ণাচতুর্দশী তিথিতে সীতাকুণ্ড, ঢাকা ও বরিশাল ভােলা-গিরি আশ্রমে জীবনী আলােচনা ও হরিদ্বার আশ্রমে মহােৎসব।
৩। চৈত্রের কৃষ্ণা চতুর্দশীতে ব্রজবিদেহী মহন্ত ও চতুসম্প্রদায়ের শ্রীশ্রী ১০৮ ভােলানন্দ গিরিজী। সঞ্জয়দাসজী কাঠিয়বাবা মহারাজের মহাপ্রয়াণ তিথি।
রাশির দৈনিক ফলঃ মেষ- সুখ। বৃষ-ভ্রমণ। মিথুন- সুখ্যাতি। কৰ্কট- সঞ্চয়। সিংহ- বন্ধু লাভ। কন্যা- বিবাদ। তুলা- দুঃখ। বৃশ্চিক- দেহকষ্ট। ধনু- লাভ। মকর- সংযম। কুম্ভ-স্বজনবৃদ্ধি। মীন- দুঃখ।
রাশির দৈনিক ফলঃ মেষ- সুখ। বৃষ-ভ্রমণ। মিথুন- সুখ্যাতি। কৰ্কট- সঞ্চয়। সিংহ- বন্ধু লাভ। কন্যা- বিবাদ। তুলা- দুঃখ। বৃশ্চিক- দেহকষ্ট। ধনু- লাভ। মকর- সংযম। কুম্ভ-স্বজনবৃদ্ধি। মীন- দুঃখ।