১৪২৮ সালের ব্যক্তিগত রাশিফল (কর্কট রাশি)

১৪২৮ সালের ব্যক্তিগত রাশিফল (কর্কট রাশি)
১৪২৮ সালের ব্যক্তিগত রাশিফল (কর্কট রাশি)

কর্কট রাশি

রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই রাশির ব্যক্তিরা সচরাচর কল্পনাপ্রিয়, শিল্প ভাব প্রবণ, রােমান্টিক ধরনের হয়ে থাকে। গ্রহসন্নিবেশ অনুযায়ী বছরের শুরুতে চন্দ্র স্বগৃহে এবং মত স্বক্ষেত্রে ও বৃহস্পতি সপ্তমে এবং শুক্র পঞ্চমে থাকার কারণে বছরটি সম্ভাবনাময়। পারিবারিক ক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যায়। পারিপার্শ্বিক ক্ষেত্রে যথেষ্ট প্রভাব প্রতি বৃদ্ধি হবে। রাজনীতিতে যুক্তদের উন্নতির সুযােগ আসবে। শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফল লাভে সাময়িক বাধার সম্মুখীন হতে হবে। মাতার স্বাস্থ্যের উন্নতি হবে। সাংসারিক ক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি স্বপক্ষে আসার যােগ দেখা যায়। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা আসবে। বিবাহে সামরিক বাধার যােগ আছে। সন্তানদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তবে ব্যবসায় সফলতার সুযােগ আসবে। আর্থিক দিক দিয়ে সুফল লাভের যােগ দেখা যায়। কর্মসূত্রে ভ্রমণের সুযােগ আসবে। বর্তমান বছর ভ্রমণের পক্ষে যথেষ্ট সহায়ক হবে।

দেহভাব-এ বছর শারীরিক দিক দিয়ে মাঝেমাঝে সমস্যা সৃষ্টি হতে পারে। বিশেষত কাশি জাতীয় পীড়ায় কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়। পেটের রােগে কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়।

শিক্ষা- শিক্ষাক্ষেত্রে বাধা থাকলেও তা সাময়িক হবে। সচেষ্ট হলে আশানুরূপ ফল লাভে সহায়ক হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখা যায়। শিক্ষাসূত্রে একাধিকবার ভ্রমণের সুযােগ আসবে।

ধনভাব-এ বছর আর্থিক ক্ষেত্রে অনেকাংশে সুফলপ্রদ হবে। একাধিক সূত্রে আয়ের সম্ভাবনা দেখা যায়। পুরাতন কোনাে পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা যায়। সম্পত্তি সূত্রে আয়বৃদ্ধির সুযােগ এসে যেতে পারে।

সম্পত্তি, চাকুরি ও ব্যবসা- সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল লাভ হওয়ার সুযােগ আসবে। অংশীদারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। নতুন সম্পত্তি ক্রয়ের সুযােগ আসতে পারে। চাকুরিরত কিছু সমস্যা আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। চাকুরি প্রার্থীদের আশানুরূপ ফল লাভে বাধার সম্মুখীন হওয়ার যােগ দেখা যায়। এ বছর ব্যবসায় যথেষ্ট সুফলপ্রদ হবে। ব্যবসায় নতুন লগ্নির ক্ষেত্রে অনেকাংশে সুফল লাভ হওয়ার সুযােগ আসবে। যন্ত্রাংশের ব্যবসায়ে যুক্তদের যথেষ্ট উন্নতির সুযােগ আসবে। বিভিন্ন পেশায় নিয়ােজিতদের উন্নতির সুযােগ আসবে। ব্যবসা সূত্রে ভ্রমণের সুযােগ আসবে। আমদানি রপ্তানির সঙ্গে যুক্তদের যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখা যায়।

প্রতিকার- মুক্তা, রক্তপলা অভাবে রূপা, তামা অভাবে ক্ষিরিকা মূল ও অনন্ত মূল ধারণে সুফল লাভ হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url