ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পত্র লিখন- বাংলা দ্বিতীয় পত্র।

প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা, আজ বাংলা দ্বিতীয় পত্রের, "পত্র লিখন" সহজ ও
সাবলীল ভাষায় পড়ার জন্য ইন্টারনেটে সার্চ করেছো এবং আমার এই সাইটটিতে এসেছো
তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। খুব সহজ এবং সাবলীল ভাষায় আবেদনপত্রগুলো তোমাদের
জন্য উপস্থাপন করা হলো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে।
প্রিয় শিক্ষার্থীরা, লেখাটির তোমাদের ভালো লাগলে, তোমরা, তোমাদের বন্ধুদের
সাথে অবশ্যই শেয়ার করবে ।তাদেরকেও বিষয়টি জানার সুযোগ করে দিবে।
বিনা বেতনে অধ্যয়নের জন্য তােমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র রচনা কর।
তারিখ :-------
বরাবর
প্রধান শিক্ষক নহাটা রাণী পতিত পাবণী মাধ্যমিক বিদ্যালয়,
মােহাম্মদপুর, মাগুরা।
বিষয় : বিনা বেতনে অধ্যয়ন করার জন্য আবেদন পত্র।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আমার
বাবা একজন কৃষক। আমরা দুই ভাই-বােন আপনার স্কুলে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণীতে
পড়ছি। তাছাড়া আমার বড় ভাই মাগুরা সরকারী কলেজে বি. এ ক্লাসের ছাত্র
বর্তমান দুর্মূল্যের বাজারে আমার বাবার পক্ষে পরিবার প্রতিপালন ও আমাদের
পড়াশুনার খরচ চালানাে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, সার্বিক বিষয়সমূহ বিবেচনা করে,
আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযােগ দানে মর্জি হয়।।
বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত
তৌফিক হাসান
৬ষ্ঠ শ্রেণী,
‘ক’ শাখা
ক্রমিক মান – ০২
বিদ্যালয়ের দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে প্রধান শিক্ষিকার নিকট
একখানা আবেদন পত্র রচনা কর।
তারিখ:-----
বরাবর
প্রধান শিক্ষিকা যশাের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,
যশাের।
বিষয়: দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির জন্য আবেদন।
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অধ্যয়নরত
৬ষ্ঠ শ্রেণীর একজন মেধাবী ছাত্রী। আমার শ্রেণী ক্রমিক সংখ্যা – ২। আমার বাবা
একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। স্বল্প আয়ের দ্বারা আমাদের তিনভাই-বােনের
পড়া লেখা ও পাঁচ সদস্য বিশিষ্ট পরিবারের খরচ যােগান দেয়া তাঁর পক্ষে সম্ভব
হচ্ছে না। বর্তমানে বই ক্রয়ের জন্য আমার ৩০০.০০ (তিনশত) টাকার বিশেষ
প্রয়ােজন।
অতএব, মহােদয়ের কাছে সবিনয় প্রার্থনা এই যে, বিদ্যালয়ের দরিদ্র তহবিল থেকে
উক্ত টাকা প্রদান করে আমার শিক্ষার পথকে সুগম করলে চিরকৃতজ্ঞ থাকব।।
বিনীত নিবেদিকা ,
তৃণা, ৬ষ্ঠ শ্রেণী, ক শাখা,
প্রভাতী শিফট,
ক্রমিক সংখ্যা – ০৫
বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের নিকট ছুটির আবেদন পত্র লেখ।
তারিখঃ
বরাবর
প্রধান শিক্ষক,
সরকারী ল্যাবরেটরী স্কুল ,
খুলনা।
বিষয় : অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরের আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৬ষ্ঠ
শ্রেণী ‘ক’ শাখার একজন নিয়মিত ছাত্রী। গত ১৫ জানুয়ারী হতে ১১ জানুয়ারী
২০০৪ তারিখ পর্যন্ত চারদিন অসুস্থতার জন্য আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারি
নি।
অতএব, বিনীত নিবেদন এই যে, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত দিনগুলাের ছুটি মঞ্জুর
করতে মর্জি হােন।
বিনীত নিবেদিকা,
আপনার একান্ত অনুগত ছাত্রী,
৬ষ্ঠ শ্রেণী , ক শাখা
ক্রমিক নং – ১
বিলম্ব জরিমানা মওকুফ করার জন্য প্রধান শিক্ষকের বরাবর একটি আবেদন পত্র লেখ।
তারিখঃ
বরাবর
প্রধান শিক্ষক,
পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়,
যশাের।
বিষয় : বিলম্ব জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের
একজন ছাত্র। আর্থিক অস্বচ্ছলতার কারণে গত এপ্রিল মাসের বেতন আমি যথা সময়ে
পরিশােধ করতে পারি নি।
অতএব, জনাব সমীপে বিনীত আরজ এই যে, আমার বিলম্ব জরিমানা মওকুফ পূর্বক গত মাস
ও চলতি মাসের বেতন প্রদানের অনুমতি দানে মর্জি হােন।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত,
জাহিদুল ইসলাম, তমাল,
৬ষ্ঠ শ্রেণী,
রােল নং-০৪।
বিদ্যালয়ের অর্ধ দিবসের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন পত্র লেখ।
তারিখঃ
বরাবর
প্রধান শিক্ষক,
মাগুরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়,
মাগুরা ।
বিষয় : অর্ধ দিবসের ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমাদের বিদ্যালয়ের ফুটবল দল “মাগুরা জেলা আন্তঃস্কুল
ফুটবল প্রতিযােগিতা” এর ফাইনালে উন্নীত হয়েছে। অদ্য বিকাল চারটায় মাগুরা
স্টেডিয়ামে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমরা সবাই মাঠে উপস্থিত হয়ে
উক্ত খেলা উপভােগ করতে এবং আমাদের দলকে উৎসাহ দিতে ইচ্ছুক।।
অতএব, হুজুরের সমীপে বিনীত প্রার্থনা এই যে, উল্লেখিত কারণে আমাদের
বিদ্যালয়ে অর্ধ দিবসের ছুটি ঘােষণা করতে যেন আপনার সদয় মর্জি হয়।
বিনয়াবনত আপনার গুণমুগ্ধ
মাগুরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দের পক্ষে
শামীম, মিরাজ।
বিদ্যালয় পরিবর্তনের হাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন পত্র রচনা কর।
তারিখঃ
বরাবর
প্রধান শিক্ষক,
খুলনা জিলা স্কুল,
খুলনা।
বিষয় : বিদ্যালয় পরিবর্তনের ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৬ষ্ঠ
শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার পিতা একজন চাকুরীজীবী। সম্প্রতি তিনি বদলী
হয়ে যশাের চলে গেছেন। আমাকেও পরিবারের গে যশাের চলে যেতে হচ্ছে। সুতরাং আমার
পক্ষে আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করা সম্ভবপর নয়।
অতএব, মহাত্নন সমীপে প্রার্থনা এই যে, অনুগ্রহপূর্বক আমাকে একখানা ছাড় পত্র
প্রদান করতে মর্জি হােন।
বিনীত নিবেদক,
আপনার অনুগত,
রিফাত
৬ষ্ঠ শ্রেণী ‘খ’ শাখা
রোল নং - ০৩।
গ্রীষ্মের প্রচন্ডতার জন্য বিদ্যালয়ের প্রাতঃকালীন সময়সূচী নির্ধারণের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ।
বরাবর
প্রধান শিক্ষক,
মােহাম্মদপুর আর, এস, কে, এইচ, ইন্সটিটিউশন,
মােহাম্মদপুর, মাগুরা।
বিষয় : বিদ্যালয়ের প্রাতঃকালীন সময়সূচী নির্ধারণের আবেদন।
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ে অধ্যয়ণরত
ছাত্র-ছাত্রী । বর্তমানে গ্রীষ্মের দুপুরের অসহ্য গরমের মধ্যে শ্রেণীকক্ষে
পড়ালেখায় মনােযােগ দেয়া প্রচন্ড কষ্ঠ সাধ্য হয়ে উঠেছে। বিশেষ করে
দূর-দূরান্তের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে আসা যাওয়া আরও বেশি অসুবিধার
সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় আমরা আশা করছি বিদ্যালয়ের জন্য প্রাতঃকালীন
সময়সূচী নির্ধারণ করলে আমাদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে।
অতএব আপনার নিকট আমাদের আকুল আবেদন এই যে, বিদ্যালয়ে প্রাতঃকালীন সময় সূচী
চালু। করে আমাদের পড়ালেখার পথ সুগম করতে মর্জি হােন।।
বিনীত নিবেদক,
আপনার একান্ত গুণমুগ্ধ,
মােহাম্মদপুর স্কুলের ছাত্রদের পক্ষে,
আসিফ ও ঈমন।
বােনের বিয়ে উপলক্ষে তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষিকার নিকট দরখাত লেখ।
তারিখ :---
বরাবর
নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,
নড়াইল।।
বিষয় : বােনের বিয়ে উপলক্ষে তিন দিনের ছুটির আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আগামী ২০ এপ্রিল শুক্রবার ২০০৪
তারিখে আমার বড় বােনের শুভ বিয়ের তারিখ ধার্য হয়েছে। এ উপলক্ষে আগামী
১৯/৪/২০০৪ তারিখ থেকে । ২১/৪/২০০৪ তারিখ পর্যন্ত আমার পক্ষে বিদ্যালয়ে উপস্থিত
থাকা সম্ভবপর হবে না।
অতএব, মহােদয় সমীপে বিনীত প্রার্থনা, আমাকে উক্ত তিন দিনের ছুটি দানে মর্জি
হােন।
বিনীত নিবেদিকা,
আপনার একান্ত অনুগত ছাত্রী,
সীমা,
৬ষ্ঠ শ্রেণী ‘খ’ শাখা,
ক্রমিক সংখ্যা – ০১
আরো পড়ুন: প্রধান শিক্ষকের নিকট ছুটির আবেদন পত্র